উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন! নতুন অধ্যায় শুরুর সাক্ষী থাকলেন ধনখড়ও

Published on:

Published on:

CP Radhakrishnan took oath as India's 15th vise president.

বাংলাহান্ট ডেস্ক:- দেশের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন(CP Radhakrishnan)। রাষ্ট্রপতি ভবনের রাজপ্রাসাদ শুক্রবার সকাল থেকেই সাজসজ্জায় ভরে উঠেছিল। দেশের রাজনৈতিক মহলের তাবড় তাবড় নেতারা উপস্থিত হয়েছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। সকাল ১০ টা ১০ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সমুখে দেশের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং দিল্লির শাসক-বিরোধী শীর্ষ নেতৃত্ব।

শপথ নিলেন রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)

চলতি সপ্তাহের মঙ্গলবার পুরনো সংসদের সংবিধান ভবনে গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন। শাসক ও বিরোধী, দুই কক্ষেরই সাংসদরা ভোট দেন। ফলাফলে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হন একসময়কার সঙ্ঘ প্রচারক রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে তিনি হারান ১৫২ টি ভোটে। নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২ টি ভোট, যেখানে রেড্ডির ঝুলিতে যায় ৩০০ টি ভোট। এই ফল প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিশেষজ্ঞদের একাংশের মতে, ইন্ডিয়া জোটের ভেতরেই স্পষ্টভাবে ‘ক্রস ভোটিং’ হয়েছে, নইলে এতটা ব্যবধান তৈরি হওয়ার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন:- আয়করদাতাদের রেশন বন্ধ! সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ কার্ড বাতিলের পথে কেন্দ্র

তবে শুধু ফলাফল নয়, এই নির্বাচন ও শপথগ্রহণের প্রতিটি ধাপেই ছিল নাটকীয় মোড়। শুক্রবার রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) শপথগ্রহণের সময় রাষ্ট্রপতি ভবনের এক কোণে নায়ডু পরিবারের সঙ্গে বসে থাকতে দেখা যায় প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। বাদল অধিবেশনের প্রথম দিনেই ইস্তফা দেওয়ার পর এদিনই প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাঁকে। ফলে অনুষ্ঠানে উপস্থিত সকলেরই দৃষ্টি কিছুটা সময়ের জন্য আকর্ষণ করেন তিনি।

শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা নবনির্বাচিত উপরাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মোদী বলেন যে, “সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan) সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।” এনডিএ শিবিরে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে তাঁর জয়কে ঘিরে। অপরদিকে বিরোধী শিবিরে এখনো চলছে আত্মসমালোচনা, কীভাবে এত বড় ব্যবধানে হেরে গেল তাদের প্রার্থী।

CP Radhakrishnan took oath as India's 15th vise president.

আরও পড়ুন:- ৩০০০০ কোটি থেকে ভাগ কিনা মোটে ১৯০০ কোটি! প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে কাদা ছোড়াছুড়ি করিশ্মার

ভারতের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) শপথগ্রহণ শুধু রাজনৈতিক পালাবদলের চিহ্ন নয়, বরং সংসদীয় প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায়ের সূচনা। আর সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল পুরো রাষ্ট্রপতি ভবন।