বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে বাজেট (Haryana Budgett) পেশ করল হরিয়ানা সরকার (Haryana Government)। নির্বাচনের আগে সরকার নিয়ে এল একাধিক চমক। কৃষকদের ঋণে মকুবের পাশাপাশি যুদ্ধে শহিদ জওয়ানদের জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। বাজেটে ঠিক কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার (Monohar Lal Khattar)।
এইদিন বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যুদ্ধে শহীদ সৈন্যদের পরিবারকে যে ৫০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে তা বাড়িয়ে ১ কোটি করা হবে। শহীদ সৈনিক, তারা যে কোনো প্রতিরক্ষা পরিষেবা বা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য হোক না কেন, সকলেই এই টাকা পাবেন। এছাড়াও সশস্ত্র বাহিনীতে আরও অফিসার এবং জওয়ানদের অংশগ্রহণ বাড়ানোর জন্য রাজ্যে ৩টি সশস্ত্র বাহিনীর ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে একটা হল কৃষক ঋণ। সূত্রের খবর, পাঁচ লাখেরও বেশি কৃষকের ঋণের সুদ ও জরিমানা মকুব করে দিয়েছেন হরিয়ানা মুখ্যমন্ত্রী। এইদিন সিএম ঘোষণা করেন, ২০২৩ এর ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ এর ৩১ মে পর্যন্ত নেওয়া ঋণের সুদ ও জরিমানা মকুব করা হবে। এইদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কৃষক, আমি কৃষকের ছেলে, আমি কৃষকের কষ্ট বুঝি। বলেন, আমি নিজে লাঙ্গল চালিয়েছি ও চাষাবাদ করেছি।’
আরও পড়ুন : ফাঁড়িতে ডেকে গৃহবধূকে যৌন হেনস্থা! কাঠগড়ায় পুলিশ আধিকারিক, চাঞ্চল্য হুগলিতে
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ৪৫ লক্ষেরও বেশি পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় ১.১১ কোটি আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে ২.৬৭ লক্ষ সুবিধাভকে ৩৮৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। এবং ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৫.২১ লক্ষেরও বেশি ব্যক্তিকে ৭৬৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।
আরও পড়ুন : হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত্যু ৩৭ এর বিধায়কের, নিছক দুর্ঘটনা নাকি হত্যা? তদন্তে পুলিশ
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সূর্যোদয় যোজনার আওতায় মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের বাড়ির ছাদে ছাদে সোলার প্যানেল বসানো হবে। ২ কিলোওয়াট প্যানেলের জন্য কেন্দ্রীয় সরকার ৬০,০০০ টাকা ভর্তুকি প্রদান করবে। এক লক্ষ দরিদ্র পরিবার যাদের মাসিক বিদ্যুৎ খরচ ২০০ ইউনিট পর্যন্ত এবং যাদের বার্ষিক আয় ১.৮০ লক্ষ পর্যন্ত তাদের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা প্রকল্প চালু করার প্রস্তাব এসেছে।