বাংলা হান্ট ডেস্কঃ দেশের দুই গুরুত্বপূর্ণ হাই কোর্টে একই দিনে বোমাতঙ্ক (Bomb Threat)। শুক্রবার দুপুরে হঠাৎ বম্বে হাইকোর্টে ইমেল মারফত বিস্ফোরণ ঘটানোর হুমকি আসে। তার আগে সকালে একই আতঙ্ক ছড়িয়েছিল দিল্লি হাইকোর্টে। একদিনে টানা দুই আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে বড়সড় উদ্বেগ তৈরি হল।
অফিসিয়াল ইমেলে আসে বোমা হামলার (Bomb Threat) হুমকি
শুক্রবার দুপুর একটা নাগাদ বম্বে হাইকোর্টের অফিসিয়াল ইমেলে বোমা হামলার (Bomb Threat) হুমকি পৌঁছয়। বার্তা পেতেই সঙ্গে সঙ্গে আদালত চত্বর খালি করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবী, কর্মী এবং উপস্থিত সাধারণ মানুষকে বেরিয়ে যেতে বলা হয়। বার অ্যাসসিয়েশনকেও জানানো হয় সদস্যদের সতর্ক করতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডেপুটি পুলিশ কমিশনার প্রবীণ মুন্ডে-সহ একাধিক আধিকারিক। বম্ব স্কোয়াড (বিডিডিএস) তল্লাশি শুরু করে। আজাদ ময়দান থানা ও দক্ষিণ মুম্বইয়ের অতিরিক্ত পুলিশ বাহিনীও অভিযানে যোগ দেয়।
একজন সরকারি আধিকারিক জানিয়েছেন, “নির্ধারিত প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই তল্লাশি চলছে। আমরা অতীতে ইসকন মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনের বিষয়ে এমন হুমকি মেল পেয়েছি। যদিও সেসবই ভুয়ো প্রমাণিত হয়েছে।” তাঁর মতে, বম্বে হাইকোর্টের ঘটনাটিও ভুয়ো বলে মনে হচ্ছে। তবু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগেই আতঙ্ক ছড়ায় রাজধানীতে। শুক্রবার সকালে দিল্লি হাইকোর্ট চত্বরে বোমা থাকার হুমকি (Bomb Threat) মেলে ইমেলের মাধ্যমে। হুমকি বার্তায় বলা হয়, পরিবারতান্ত্রিক নেতাদের টার্গেট করে পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গেই আদালত চত্বর ফাঁকা করে দেয় দিল্লি পুলিশ। সমস্ত শুনানি স্থগিত হয়ে যায়। আদালত চত্বরে গুঞ্জন শুরু হয়, আতঙ্কে সাধারণ মানুষ দ্রুত বেরিয়ে আসেন। পরে জানা যায়, অজ্ঞাতপরিচয় কেউ ওই ইমেল পাঠিয়েছে।
আরও পড়ুনঃ প্রাক্তন সেনা কর্মীদের ধর্না মঞ্চে শুভেন্দু! আদালতের শর্ত ভঙ্গের অভিযোগে হাইকোর্টে মামলা
একই দিনে দেশের দুই প্রধান আদালতে বোমাতঙ্ক (Bomb Threat) ঘিরে উদ্বেগ ছড়াল গোটা বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে। যদিও দিল্লি এবং মুম্বই, দুই ক্ষেত্রেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হুমকি ইমেল ভুয়ো। তবু ঘটনার পর থেকে আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করে ফেলা হয়েছে।