বাংলায় প্রথম বার, রাত পোহালেই রাজ্যে বিশেষ প্রিমিয়ার ‘দ্য বেঙ্গল ফাইলস’এর! কোথায় কীভাবে দেখবেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গত ৫ ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। কিন্তু অন্যান্য রাজ্যে মুক্তি পেলেও বাংলাকে নিয়ে বলা কাহিনি এ রাজ্যেরই কোনও হলে মুক্তি পায়নি এখনও। পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, হল মালিকদের উপরে প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এর মাঝেই সম্প্রতি জানা গিয়েছিল, বিজেপির তরফে পালটা চলচ্চিত্র উৎসবের আয়োজন করে সেখানে দেখানো হতে পারে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)। আর এবার জানা গেল, আগামিকাল শনিবারই রাজ্যে প্রথম বার প্রদর্শিত হবে দ্য বেঙ্গল ফাইলস।

শনিবার ‘দ্য বেঙ্গল ফাইলস’এর (The Bengal Files) প্রথম প্রদর্শনী রাজ্যে

জানা গিয়েছে, জাতীয় গ্রন্থাগারে বিশেষ প্রিমিয়ার আয়োজন করা হবে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) ছবির। ‘খোলা হাওয়া’ নামে একটি এনজিওর তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। এনজিও সূত্রে খবর, জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বিকেল চারটে থেকে প্রদর্শনী শুরু হবে ছবির (The Bengal Files)। তবে যাদের কাছে আমন্ত্রণ পত্র থাকবে তারাই এই ছবি প্রদর্শনীতে থাকতে পারবেন বলে জানা গিয়েছে।

The Bengal Files special premier un west bengal on Saturday

কী বলছে বিজেপি: রাজ্যের কোনও প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় এবার কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন হলে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ছবির (The Bengal Files)। কিন্তু তারপরেও আশঙ্কা থেকে যাচ্ছে, আদৌ দেখানো যাবে তো ছবিটি? বিজেপি নেতা সজল ঘোষ সন্দেহ প্রকাশ করে বলেছেন, ‘প্রদর্শনীর কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু পুলিশ আদৌ তা হতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই রাজ্যে আইন কানুন কিছুই নেই’।

আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে উপচে পড়া ভিড়, এবার হাওড়া থেকেও ছাড়বে এসি লোকাল! এই রুট নিয়ে জল্পনা তুঙ্গে

পালটা কটাক্ষ তৃণমূলের: অন্যদিকে পালটা কটাক্ষ শানিয়েছে রাজ্যের শাসক দলও। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, গোটা দেশের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে তো মুক্তি পেয়েছে ছবি (The Bengal Files)। কিন্তু মানুষ দেখছে না, পরিচালক কান্নাকাটি করছেন। উল্লেখ্য, শনিবার ছবির বিশেষ প্রিমিয়ারে উপস্থিত থাকছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশীও।

আরও পড়ুন : গলার নলি এফোঁড় ওফোঁড়! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন ১৭-র ছাত্র, নেপথ্যে যা কারণ জানা গেল…

প্রসঙ্গত, দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও উত্তেজনা ছড়িয়েছিল। শহরের পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাধা আসার অভিযোগ উঠেছিল। এমনকি তারপরেও কোনও হলেই মুক্তি পায়নি দ্য বেঙ্গল ফাইলস। আগামীকাল কী হতে চলেছে সেটাই এবার দেখার অপেক্ষা।