সাঁতার না জানলে যাওয়া নিষেধ, প্রতিমা বিসর্জন নিয়ে কড়া নির্দেশ দিল প্রশাসন

Published on:

Published on:

Strict Guidelines for Durga Puja Immersion in Balurghat

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র দু’সপ্তাহ পর শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে বালুরঘাট (Balurghat) জেলা প্রশাসন ও পুলিশ কঠোর নির্দেশিকা জারি করেছে। বিশেষত প্রতিমা বিসর্জনকে ঘিরে দুর্ঘটনা এড়াতে এ বছর কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

বালুরঘাটে (Balurghat) বিসর্জনকে কেন্দ্র করে কড়া বিধিনিষেধ

প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, ‘দুর্গাপুজোর প্রতিমা যত্রতত্র বিসর্জন করা যাবে না। চিহ্নিত নদী ও পুকুরেই নিরঞ্জন করতে হবে। আগেরবার প্রতিমা বিসর্জনকে ঘিরে দুর্ঘটনা ঘটেছিল। তাই এবার ঠিক করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে নির্দিষ্ট নদী ও পুকুরে প্রতিমা বিসর্জন করতে হবে। সব জায়গায় প্রতিমা নিরঞ্জন করা যাবে না। আর সাঁতার না জানা কাউকে আনা যাবে না নদী বা পুকুরে প্রতিমা নিরঞ্জনের জন্য। আমাদের উদ্দেশ্য একটাই পুজোকে ঘিরে কোন অঘটন যাতে না ঘটে।’

শুক্রবার বিকেলে বালুরঘাট (Balurghat) জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়ায় এক সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়া দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্মীরাও বৈঠকে অংশ নেন। সেখানে পুজো উদ্যোক্তাদের হাতে সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। একইসঙ্গে জানানো হয়েছে, পুজোয় ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং সমস্ত ক্লাবকে প্রশাসনের গাইডলাইন মেনে চলতে হবে।

নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষ নির্দেশিকা

জেলাজুড়ে মোট ৫৬১টি পুজো উদ্যোক্তাকে অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্ষা পুরোপুরি শেষ না হওয়ায় ডেঙ্গি প্রতিরোধে মণ্ডপ চত্বরে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুজো চলাকালীন প্রায় ৭ হাজার পুলিশ মোতায়েন থাকবে জেলাজুড়ে। যানজট এড়াতে বালুরঘাটে টোটোর নির্দিষ্ট রুট করে দেওয়া হবে, যাতে ভিড় জমলেও দর্শনার্থীরা নির্বিঘ্নে পুজো পরিদর্শন করতে পারেন।

Strict Guidelines for Durga Puja Immersion in Balurghat

আরও পড়ুনঃ‌ মহালয়ার আগে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন?

প্রশাসনের মূল লক্ষ্য দুর্গাপুজোকে ঘিরে কোনও দুর্ঘটনা বা অঘটন এড়ানো। কঠোর বিধিনিষেধ ও নজরদারির মাধ্যমে বালুরঘাট (Balurghat) জেলার প্রতিটি মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন, সেদিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ ও প্রশাসন।