ধ্বংস করা হয়েছিল সমুদ্রের ভিতরেই! ভারতেই এবার সেই পাক ডুবোজাহাজ পিএনএস গাজির সন্ধান মিলল ৫৩ বছর পর

বাংলাহান্ট ডেস্ক : ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানি ডুবোজাহাজ পিএনএস গাজি ভারতীয় নৌ সেনাবাহিনীর আঘাতে বঙ্গোপসাগরের ভিতর ধ্বংস হয়ে যায়। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর এই পাক ডুবোজাহাজটি সমুদ্রে তলিয়ে যায়। এই ঘটনা ৫৩ বছর পর ভারতীয় নৌ সেনাবাহিনী বিশাখাপত্তনম উপকূল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এই ডুবোজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করল।

ডুবোজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীরে। টেঞ্চ-শ্রেণির এই ডুবোজাহাজটি পাকিস্তানের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার আগে ছিল আমেরিকার নৌবাহিনীতে। পরবর্তীকালে সেটি পাক নৌসেনার হাতে আসে। ভারতীয় সেনাকে একাত্তরের যুদ্ধে পর্যদুস্ত করতে পাকিস্তান এই ডুবোজাহাজ পাঠায়।

আরোও পড়ুন : আর লাগবে না গ্যাস সিলিন্ডার, উনুন! এবার এভাবেই হবে রান্না, নয়া উদ্যোগ ইন্ডিয়ান অয়েলের

গাজি ডুবোজাহাজটি ১৯৭১-এর ১৪ নভেম্বর করাচি ছেড়েছিল। ৪,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিছুদিনের মধ্যেই সেটি এসে পৌঁছায় বিশাখাপত্তনম উপকূলে। পাক ডুবোজাহাজের খবর পাওয়ার পর এর পাল্টা ভারতীয় নৌবাহিনী ডুবোজাহাজ আইএনএস রাজপুত প্রেরণ করেছিল। পাক নৌবাহিনীর ১১ জন অফিসার এবং ৮২ জন নাবিক ছিল এই ডুবোজাহাজে।

big 218149 whatsapp image 2024 02 23 at 11.47.04

১৯৭১ সালের ৪ ডিসেম্বর এই ডুবোজাহাজ বিশাখাপত্তনমের কাছে জলের তলাতেই ধ্বংস হয়ে যায়। এটি ছিল ভারতীয় নৌসেনার বড় জয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, আইএনএস রাজপুত ধ্বংস করে দিয়েছে পিএনএস গাজিকে। যদিও সেই সময় পাকিস্তানের দাবি ছিল, দুর্ঘটনার কারণে ধ্বংস হয়েছে পিএনএস গাজি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর