বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) নতুন সাফল্য। ভারতের প্রতিরক্ষা শক্তি ফের এক ধাপ এগোল। শত্রু দেশের নজরদারি ও হামলা প্রতিহত করার ক্ষেত্রে এবার নতুন অস্ত্র হাতে পেল ভারতীয় নৌবাহিনী। প্রথমবারের মতো এক নৌ যুদ্ধজাহাজে বসানো হল অত্যাধুনিক 3D বিমান নজরদারি রাডার ‘ল্যাঞ্জা-এন’ (Lanza-N)। এই রাডারটির মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন, সুপারসনিক যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের গতিবিধি সহজেই নজরে রাখা সম্ভব হবে। শুধু তাই নয়, সমুদ্রপথে থাকা নৌ প্ল্যাটফর্মও শনাক্ত করতে সক্ষম এই আধুনিক রাডার। এর ফলে ভারতীয় নৌবাহিনীর কৌশলগত শক্তি আরও বহুগুণ বেড়ে গেল।
আরও শক্তিশালী ভারতীয় নৌবাহিনী (Indian Navy)
টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) এবং স্পেনের (Spain) প্রতিরক্ষা সংস্থা ইন্দ্রার (Indra) যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই রাডার। ‘ল্যাঞ্জা-এন’ আসলে ইন্দ্রার ল্যাঞ্জা 3D রাডারের নৌ সংস্করণ, যা আন্তর্জাতিক মহলে অন্যতম সেরা দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র-রোধী রাডার হিসেবে স্বীকৃত। এটি একসঙ্গে আকাশ ও ভূমির টার্গেট ট্র্যাক করতে সক্ষম। রাডারটির পাল্লা প্রায় ২৫৪ নটিক্যাল মাইল বা ৪৭০ কিলোমিটার পর্যন্ত। ফলে শত্রু দেশের যেকোনও সম্ভাব্য আক্রমণের আগেই সতর্ক হতে পারবে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)।
আরও পড়ুন: ৫০ শতাংশের শুল্কের কারণেই ভারতের সঙ্গে প্রভাবিত হয়েছে সম্পর্ক! অবশেষে স্বীকার করলেন ট্রাম্প
কর্ণাটকের টাটার কারখানাতেই তৈরি হবে এই রাডারের বড় অংশ। এর ফলে দেশেই উৎপাদন এবং প্রযুক্তিগত জ্ঞানভিত্তি তৈরি হবে। TASL জানিয়েছে, এই 3D এয়ার সার্ভেইল্যান্স রাডার (3D-ASR) তৈরি করার মাধ্যমে তারা প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে নৌবাহিনীর (Indian Navy) জন্য আধুনিক নজরদারি রাডার সরবরাহ করছে। সংস্থার দাবি, এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার পথে একটি ঐতিহাসিক মাইলফলক। স্থানীয়করণ, সিস্টেম ইন্টিগ্রেশন ও অ্যাসেম্বলির ক্ষেত্রে এটি বিশাল সাফল্য বলে উল্লেখ করেছে সংস্থা।
‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি চালুর পর থেকে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সংখ্যা ক্রমেই বাড়ছে। বিদেশি প্রতিরক্ষা কোম্পানিগুলিও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক সরঞ্জাম তৈরি করছে। এর ফলে একদিকে যেমন দেশের প্রতিরক্ষা শক্তি মজবুত হচ্ছে, তেমনই নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। ‘ল্যাঞ্জা-এন’ রাডার বসানোর মাধ্যমে ভারতীয় নৌবাহিনী সমুদ্রপথে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বমানের সক্ষমতা অর্জন করল। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, ভারতের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার এক নতুন দিগন্ত উন্মোচন (Indian Navy)।
আরও পড়ুন: কোটি কোটি গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা SBI-র! ডিপোজিট স্কিমে হচ্ছে বড় বদল, জানুন এখনই
সংক্ষেপে, শত্রু নজরদারিতে শক্তি বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় শিল্পের ক্ষমতা প্রমাণ করল এই নতুন রাডার প্রযুক্তি। ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) কৌশলগত সমীকরণে এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।