বাংলাহান্ট ডেস্ক : পাহাড় ভ্রমণ বলতেই আমাদের মাথায় আসে ডুয়ার্স, (Dooars) দার্জিলিং (Darjeeling), কালিম্পঙ (Kalimpong) নয়তো সিকিমের (Sikkim) নাম। তবে আমরা অনেকেই আছি যারা এই পরিচিত হিল স্টেশনগুলিতে বারবার গিয়ে বিরক্ত। তাই আমরা অনেকেই সন্ধানে থাকি কিছু অফ বিট পাহাড়ি জায়গার।
এই ধরনের অসংখ্য অফবিট পাহাড়ি গ্রাম রয়েছে উত্তরবঙ্গে। যদি আপনি উত্তরবঙ্গে এমন কোনও অচেনা পাহাড়ি গ্রামের সন্ধানে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। প্রকৃত প্রেমীদের জন্য একটি আদর্শ ঘুরতে যাওয়ার জায়গা হল মহালদিরাম (Mahal Diram Forest)।
আরোও পড়ুন : এক সপ্তাহে তিন দফায় বঙ্গ সফরে নরেন্দ্র মোদী, কোথায় কোথায় সভা? জানাল বিজেপি
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উচ্চতায় অবস্থিত মহালদিরাম। পাইন বন, কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) এবং চা বাগান ঘিরে রয়েছে এই জায়গার চারপাশে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। আপনারা এখানে নিউ জলপাইগুড়ি স্টেশন (New Jalpaiguri) বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে সহজেই আসতে পারেন।
আবার গাড়ি ভাড়া করে কিংবা শেয়ার গাড়িতেও আপনারা পৌঁছে যেতে পারেন মহালদিরাম। প্রথমে আমাদের পৌঁছাতে হবে দিলারাম। সেখান থেকে অনেক গাড়ি পাবেন মহলদিরাম যাওয়ার জন্য। সাতশ টাকা ভাড়ায় পেয়ে যাবেন ছোট গাড়ি। দিলারাম থেকে মহলদিরামের রাস্তা অপূর্ব সুন্দর। রাস্তার দুপাশে ঘন পাইন বন।
আরোও পড়ুন : আজকের রাশিফল ২৪ ফেব্রুয়ারি, সফলতার শিখরে পৌঁছবে এই চার রাশি
আপনারা চাইলে রাত্রি বাস করতে পারেন সালামান্ডার জঙ্গল ক্যাম্পে। দিলারাম থেকে সালামান্ডার জঙ্গল ক্যাম্প মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটিও অপূর্ব সুন্দর। হোমস্টে থেকে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা ও চা বাগান। যারা প্রকৃতির সঙ্গ ভালবাসেন তাদের এই জায়গাটি স্বর্গের সমান মনে হবে।
এখানে মাথাপিছু প্রতিদিনের ভাড়া ১৭০০ টাকা। হোমস্টের সামনে পাহাড়ি ঢালে রয়েছে চা বাগান। আর কাঞ্চনজঙ্ঘা রয়েছে তার ঠিক উল্টো দিকে। চা বাগান পেরিয়ে দেখতে পাবেন তিস্তা নদী। ঋষিখোলা নামে একটি ছোট পাহাড়ি নদীও দেখতে পাওয়া যায় এখান থেকে। হাতে কয়েকদিনের ছুটি থাকলে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।