২০২৭ এসসিও’র দায়িত্ব পাকিস্তানের হাতে,‘শুরু হোক প্রস্তুতি’ ঘোষণা করলেন শাহবাজ শরিফ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) ঘোষণা করেছেন যে ২০২৭ সালে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনের আয়োজক হবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে এক সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। যদিও সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ তিনি জানাননি, তবে স্পষ্ট করে বলেন যে পাকিস্তানকে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এবং রাজধানী ইসলামাবাদকে আরও সুন্দর ও আধুনিক করে তোলার প্রয়োজন রয়েছে। শরিফের এই ঘোষণা আসে চিনের (China) তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাম্প্রতিক এসসিও সম্মেলনের দুই সপ্তাহ পর, যেখানে পাকিস্তান সিন্ধু জল চুক্তি (IWT) প্রসঙ্গটি তোলে। উল্লেখযোগ্যভাবে, ভারতের পাহলগাম সন্ত্রাসী হামলার পর এপ্রিলে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানে পরবর্তী এসসিও সম্মেলন (Pakistan)

তিয়ানজিন সম্মেলনে সদস্য দেশগুলি যৌথ ভাবে পাহলগাম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে তারা ভারতের এই অবস্থানকেও সমর্থন করে যে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে কোনও দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়। সেখানে পাকিস্তানের (Pakistan) বেলুচিস্তান প্রদেশের খুজদার এবং জাফর এক্সপ্রেসে সংঘটিত সন্ত্রাসী হামলারও নিন্দা জানায়।

আরও পড়ুন: “আপনাদের পাশে আছি…”, “অশান্ত” মণিপুরে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

এর আগে ২০২৪ সালে পাকিস্তান (Pakistan) এসসিও কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট সম্মেলনের আয়োজন করেছিল। সেই সময় প্রধানমন্ত্রী শরিফ আঞ্চলিক আন্তঃসংযোগ বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। পাকিস্তান সরকার তখন সম্মেলনের সময় তিন দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছিল।

সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় ২০০১ সালের জুন মাসে চিনের সাংহাই শহরে। প্রাথমিকভাবে এটি ছয়টি দেশের সমন্বয়ে গঠিত হলেও বর্তমানে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে বিস্তৃত ২৬টি দেশের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। বর্তমানে সংগঠনটির ১০টি স্থায়ী সদস্য, ২টি পর্যবেক্ষক রাষ্ট্র এবং ১৪টি সংলাপ সহযোগী দেশ রয়েছে। চিন, রাশিয়া ও ভারতের মতো বৃহৎ উদীয়মান এবং উন্নয়নশীল রাষ্ট্র এটির সদস্য হওয়ায় এটি বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এবং বৈশ্বিক অর্থনীতির এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করছে। সেখানে পাকিস্তানও (Pakistan) এর প্রতিনিধিত্ব করে আসছে।

Pakistan to host 2027 SCO, Shehbaz Sharif announces

আরও পড়ুন: স্বাস্থ্য-জীবন বিমা থেকে সরছে GST, কতটা কমবে প্রিমিয়ামের খরচ?

শেহবাজ শরিফের ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তান (Pakistan) আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থানকে জোরদার করার বার্তা দিল। ইসলামাবাদকে কেন্দ্র করে প্রস্তুত হওয়া ২০২৭ সালের এসসিও সম্মেলনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।