বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ফের প্রথম স্থানে মাস্ক! কোথায় রয়েছেন আম্বানি-আদানি?

Published on:

Published on:

Elon Musk is at the top of the Billionaires List.

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় (Billionaires List) ফের প্রথম স্থানে ফিরে এলেন ইলন মাস্ক। সম্প্রতি মোট সম্পদের পরিপ্রেক্ষিতে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রথম স্থানে উঠে এসেছিলেন। কিন্তু, গত দুই দিনে মাস্কের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবথেকে অবাক করার মতো বিষয় হল, এই সময়ে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

ধনকুবেরদের তালিকায় (Billionaires List) ফের বাজিমাত মাস্কের:

যার মাধ্যমে মাস্কের সম্পদের পরিমাণ ৪১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি বছর, তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩.৮ বিলিয়ন ডলার কমেছে। এদিকে, মাস্কই একমাত্র ধনী ব্যক্তি যাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি।

Elon Musk is at the top of the Billionaires List.

এদিকে, এলিসনের মোট সম্পদের পরিমাণ এখন ৩৪৯ বিলিয়ন ডলার। গত শুক্রবার তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪.৫ বিলিয়ন ডলার কমেছে। তবে, চলতি বছরে এলিসনের মোট সম্পদের পরিমাণ ১৫৭ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে তিনি শ্রেষ্ঠ ধনুকবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে অর্শদীপ মাঠে নামলে বাদ পড়বেন কে? কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

অপরদিকে, ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকেরবার্গ ২৬৫ বিলিয়ন ডলারের মোট সম্পদের ওপর ভর করে এই তালিকার (Billionaires List) তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়াও, অ্যামাজনের জেফ বেজোস (২৫০ বিলিয়ন ডলার) চতুর্থ স্থানে, ল্যারি পেজ (২১১ বিলিয়ন ডলার) পঞ্চম স্থানে, সের্গেই ব্রিন (১৯৮ বিলিয়ন ডলার) ষষ্ঠ স্থানে, স্টিভ বলমার (১৭৫ বিলিয়ন ডলার) সপ্তম স্থানে, বার্নার্ড আর্নল্ট (১৬৩ বিলিয়ন ডলার) অষ্টম স্থানে, জেনসন হুয়াং (১৫৫ বিলিয়ন ডলার) নবম স্থানে এবং মাইকেল ডেল (১৪৯ বিলিয়ন ডলার) দশম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: কোটি কোটি গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা SBI-র! ডিপোজিট স্কিমে হচ্ছে বড় বদল, জানুন এখনই

আম্বানি-আদানির মোট সম্পদ: জানিয়ে রাখি যে, ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ৯৮.৯ বিলিয়ন ডলারের মোট সম্পদের ওপর ভর করে এই তালিকার (Billionaires List) ১৮ নম্বর স্থানে রয়েছেন। চলতি বছরে তাঁর মোট সম্পদের পরিমাণ ৮.২৫ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ৮২.১ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় প্রথম ২০-তে ফিরে এসেছেন। গত শুক্রবার তাঁর মোট সম্পদের পরিমাণ ৩.৪৪ বিলিয়ন ডলার বেড়েছে। উল্লেখ্য যে, শীর্ষ ১০ বিলিয়নেয়ারের মধ্যে ৯ জনই আমেরিকার এবং শীর্ষ ২০-তে এই সংখ্যা হল ১৪ জন।