বাংলাহান্ট ডেস্ক : পুজো যত এগিয়ে আসছে মেট্রোয় (Kolkata Metro) সমস্যাও বাড়ছে ততই। কলকাতা মেট্রোর সবথেকে পুরনো ব্লু লাইনে প্রায় দিনই মেট্রোর সমস্যা লেগেই রয়েছে। উৎসবের ঠিক মুখেই কমে গিয়েছে মেট্রো সংখ্যা। উপরন্তু বিভিন্ন স্টেশনে প্রায়ই মেট্রো (Kolkata Metro) থমকে যাওয়ার ভোগান্তি তো রয়েছেই। তবে এবার যাত্রীদের সমস্যা দূর করতে উদ্যোগী হল মেট্রো। পুজোয় বিশেষ ব্যবস্থা করতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে রয়েছে সমস্যা
বর্তমানে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন নতুন করে তৈরি হওয়ায় ডাউন লাইনে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই চলছে মেট্রো। এর জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনে রেক ঘোরাতে অতিরিক্ত প্রায় ৮ মিনিট সময় লেগে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর জেরেই ডাউন লাইনে মেট্রো (Kolkata Metro) চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনই আপ লাইনেও দুটি মেট্রোর মধ্যে সময়ের ফারাকও বাড়ছে।
নতুন সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের: এমন পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ কয়েকটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, দুটি ডাউন মেট্রোর (Kolkata Metro) পর একটি ট্রেন মহানায়ক উত্তম কুমার স্টেশনে খালি করে দেওয়া হবে। ওই স্টেশন থেকেই গাড়িটি ঘুরিয়ে আপ লাইনে চালানো হবে বলে জানা যাচ্ছে। এতে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন পর্যন্ত গিয়ে আবার রেক ঘোরানোর সময় বেঁচে যাবে।
আরও পড়ুন : পুজোর আগে বাম্পার খবর, এবার সরাসরি কলকাতা থেকে মিজোরাম! ৩ জোড়া নতুন ট্রেনের ঘোষণা রেলের
পুজোর জন্য বিশেষ ব্যবস্থা: অন্যদিকে টালিগঞ্জের পুরনো কারশেড নতুন করে ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গাড়িগুলি সেখানে রেখে পরে তা ফের আপ লাইনে রওনা হবে। মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, বর্তমানে ১৩১ টি ডাউন ট্রেনের মধ্যে আপাতত ৩২ টি ট্রেনকে উত্তম কুমার স্টেশন থেকে ঘোরানো হচ্ছে। ১৩১ টি ডাউন ট্রেনের মধ্যে আপাতত ৩২ টি ট্রেনকে উত্তম কুমার স্টেশন থেকে ঘোরানো হচ্ছে।
আরও পড়ুন : থালায় বিক্রি হয় টাটকা ইলিশ, দামেও সস্তা, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বাজারের কথা জানেন?
অন্যদিকে পুজোর সময়ে ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো চারটি লাইনেই মেট্রো (Kolkata Metro) চালানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তার সময়সূচি অবশ্য জানানো হয়নি। পাশাপাশি হলুদ লাইনে শনি রবি দুদিনই মেট্রো চলবে বলে জানা গিয়েছে। পুজোর সময় মোবাইল অ্যাপ ব্যবহার করেই টিকিট কাটার অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ।