বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানে (Pakistan) সেনাবাহিনী এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP)-র মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই, পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২ টি পৃথক অভিযানে নিষিদ্ধ TTP-র সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়াও, ৩৫ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) পাক সেনাবাহিনীর তরফে থেকে এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করা হয়।
পাকিস্তানে (Pakistan) উত্তপ্ত পরিস্থিতি:
পাকিস্তানি (Pakistan) সেনাবাহিনীর মতে, গত ৪ দিনে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২ টি পৃথক অভিযানে কমপক্ষে ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, পাকিস্তানি সেনাবাহিনী তেহরিক-ই-তালিবানের ৩৫ জন সন্ত্রাসবাদীকে হত্যা করার দাবিও করেছে।
পাকিস্তানি (Pakistan) সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) শনিবার জানিয়েছে যে বাজাউর এবং দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এই অভিযান চালানো হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাজাউরে একটি অভিযান চালানো হয়। যেখানে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২২ জন TTP সন্ত্রাসবাদী নিকেশ হয়। এর সঙ্গে সঙ্গে দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেকটি অভিযানে ১৩ জন সন্ত্রাসবাদী খতম হয় এবং গুলিবর্ষণে ১২ জন পাকিস্তানি সেনা প্রাণ হারান।
আরও পড়ুন: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ফের প্রথম স্থানে মাস্ক! কোথায় রয়েছেন আম্বানি-আদানি?
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: ISPR জানিয়েছে যে, সন্ত্রাসবাদীদের কাছ থেকেও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ISPR এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে আফগান নাগরিকদের জড়িত থাকার দাবিও করেছে। ISPR বলছে, পাকিস্তান আশা করছে যে, আফগানিস্তানের তালিবান সরকার তার দায়িত্ব পালন করবে এবং নিজেদের দেশের মাটি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেবে না।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে অর্শদীপ মাঠে নামলে বাদ পড়বেন কে? কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?
সন্ত্রাসবাদীদের নির্মূলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে: এদিকে, ISPR আরও জানিয়েছে যে, এলাকার অন্যান্য সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে TTP দ্বারা সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার পর থেকে এবং আক্রমণ বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালিবানদের প্রত্যাবর্তনের পর সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ তীব্রতর হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় ৪৬০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।