বাংলাহান্ট ডেস্ক: মোদী (Narendra Modi) ও তাঁর মায়ের এআই দিয়ে তৈরি ভিডিও ঘিরে বিতর্ক। দিল্লি (Delhi) পুলিশের নর্থ এভিনিউ থানায় এ বার এফআইআর দায়ের হল কৃত্রিম মেধা (AI) ব্যবহার করে তৈরি এক বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা হীরাবেন মোদীকে দেখানো হয়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি প্রথমে পোস্ট করা হয়েছিল বিহার (Bihar) প্রদেশ কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে। ভিডিওটিতে ৩৬ সেকেন্ডের একটি ক্লিপে দেখা যায়, প্রয়াত হীরাবেন মোদীর মতো দেখতে এক বৃদ্ধা স্বপ্নে প্রধানমন্ত্রীকে তিরস্কার করছেন। সেখানে অভিযোগ করা হচ্ছে, নোটবন্দির সময়ে তাঁকে লাইনে দাঁড় করানো থেকে শুরু করে রাজনৈতিক স্বার্থে মায়ের নাম ব্যবহার করা পর্যন্ত নানা প্রসঙ্গ তুলে ধরেছেন সেই চরিত্রটি।
মোদী ও তার মায়ের টিআই ভিডিও ঘিরে বিতর্ক (Narendra Modi)
ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপির তরফে অভিযোগ ওঠে যে এটি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেনি, বরং প্রয়াত হীরাবেনের স্মৃতিকেও অসম্মান করা হয়েছে। দিল্লির বিজেপি নেতা সঙ্কেত গুপ্ত এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধারাগুলির মধ্যে রয়েছে ৩৩৬, ৩৪০(২), ৩৫২, ৩৫৬(২) এবং ৬১(২)।
প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) বিরুদ্ধে এই ঘটনায় স্বভাবতই ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির শিবির থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করা হচ্ছে। দলের সাংসদ রাধামোহন দাস আগরওয়াল মন্তব্য করেছেন, “দেশের সমস্ত মা-বোনেদের অপমান করছে কংগ্রেস।” কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালও সরাসরি আক্রমণ করে লিখেছেন, “বার বার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পর, মরিয়া কংগ্রেস প্রতিদিনই নীচে নামার নতুন রেকর্ড করছে।”
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। কংগ্রেস নেতা পবন খেরা বিজেপিকে পাল্টা কটাক্ষ করে বলেছেন, “ওদের আপত্তি কী? একজন মা তাঁর ছেলেকে সঠিক কিছু শেখাতে চাইছেন—এতে অসম্মান কোথায়? প্রধানমন্ত্রী (Narendra Modi) বা তাঁর মাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না।”
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এর আগে রাহুল গান্ধীর ‘ভোটাধিকার যাত্রা’ চলাকালীন বিহারের দ্বারভাঙায় প্রধানমন্ত্রীর (Narendra Modi) মাকে নিয়ে কটূ মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই পদক্ষেপ করেছিল বিহার পুলিশ। ফলে অল্প সময়ের ব্যবধানে মোদীর মাকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মতো কংগ্রেসকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।
আরও পড়ুন:ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানে! TTP-র হামলায় প্রাণ হারালেন ১২ জন পাক সেনা
পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। বিজেপি ইতিমধ্যেই কংগ্রেসকে একাধিকভাবে আক্রমণাত্মক ভাষায় নিশানা করছে। অন্যদিকে কংগ্রেস দাবি করছে, বিজেপি অযথা ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এই বিতর্কে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে একাধিক মহলেই মনে করা হচ্ছে, প্রয়াত হীরাবেন মোদীর (Narendra Modi) নাম বা চেহারাকে রাজনৈতিক কৌশলে ব্যবহার করার বিষয়টি সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যা নির্বাচনের আগে কংগ্রেসের পক্ষে অস্বস্তিকর হয়ে দাঁড়াতে পারে।
এই এআই ভিডিও বিতর্কে রাজনীতির পাশাপাশি নৈতিকতার প্রশ্নও উঠে এসেছে। প্রযুক্তির অপব্যবহার এবং মৃত ব্যক্তিকে রাজনীতির অঙ্গন টেনে আনার বিষয়টি নিয়ে নেটিজেনরাও মতামত দিচ্ছেন। এফআইআর দায়ের হওয়ার পর নজর এখন পুলিশের তদন্তে এবং রাজনৈতিক দলগুলির পরবর্তী কৌশলে (Narendra Modi)।