এক মেগাতেই মন জয়, বিতর্ক-সমালোচনা পেরিয়ে ফের ক্যামেরার সামনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অতি জনপ্রিয় অভিনেত্রী তিনি। অনেকদিন আগেই ডেবিউ করেছেন টেলিভিশনে। বিভিন্ন সিরিয়ালে (Serial) নায়িকা, এমনকি খলনায়িকার চরিত্রেও অভিনয় করেছেন। তবে তাঁর কেরিয়ারের মোড় ঘুরে যায় জি বাংলায় পা রেখে। একটি ধারাবাহিক (Serial) আপামর বাঙালি দর্শকদের মাঝে জনপ্রিয়তার চূড়ায় তোলে তাঁকে। সেই জনপ্রিয়তায় ভর করেই বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। সুপারস্টার নায়কের সঙ্গে সিনেমায় ডেবিউয়ের পর ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে বেশ অনেকদিন হয়ে গেল আর পর্দায় দেখা যায় না তাঁকে।

একটি সিরিয়ালেই (Serial) জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী

বর্তমানে যখন ছোটপর্দায় অভিনেতা অভিনেত্রীরা আবার কামব্যাক করছেন তখনই চর্চায় উঠে এলেন তিনি। জানা যাচ্ছে, দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরতে চলেছেন তিনিও। কথা হচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর ব্যাপারে। আজও অনেক দর্শকের কাছেই তাঁর পরিচয় ‘মিঠাই’ বলে। এই সিরিয়ালের (Serial) হাত ধরেই খ্যাতির শিখর ছুঁয়েছিলেন তিনি।

This serial actress is returning to work after a long break

বড়পর্দায় ডেবিউয়ের সুযোগ: মিঠাই (Serial) শেষ হওয়ার আগেই বড়পর্দায় ডেবিউয়ের সুখবর দিয়ে দিয়েছিলেন সৌমিতৃষা। দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে ওই একটি ছবির পর বড়পর্দায় আর কোনও প্রোজেক্টে দেখা যায়নি তাঁকে। সৌরভ দাসের বিপরীতে একটি প্রোজেক্টের কথা শোনা গেলেও আর সেই বিষয়ে পরে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : থালায় বিক্রি হয় টাটকা ইলিশ, দামেও সস্তা, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বাজারের কথা জানেন?

কাজে ফিরছেন নায়িকা: অবশ্য হইচইতে ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল সৌমিতৃষার। প্রথম পর্বটি ভালো সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। মাঝে সৌমিতৃষা জানিয়েছিলেন, অসুস্থতার জন্য তিনি কাজে ফিরতে পারছেন না। অবশেষে এল সুখবর। আবারও ক্যামেরার সামনে ধরা দিতে চলেছেন তিনি। তবে ছোটপর্দা (Serial) বা বড়পর্দায় নয়।

আরও পড়ুন : পুজোতেও অব্যাহত থাকবে যাত্রী ভোগান্তি? শারদীয়া স্পেশ্যাল একগুচ্ছ সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

জানা গিয়েছে, কালরাত্রির দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন সৌমিতৃষা। প্রথম পর্বে যে রহস্যের জাল বোনা হয়েছিল, দ্বিতীয় সিজনে তার সমাধান হবে বলে জানা যাচ্ছে। তবে কবে মুক্তি পাবে এই দ্বিতীয় পর্ব, তা এখনও জানা যায়নি।