আজ SSC-র দ্বিতীয় দফার পরীক্ষা, নির্বিঘ্ন পরীক্ষা চেয়ে কমিশন বলল….

Published on:

Published on:

Second phase of SSC exam today 14 september 2025

বাংলা হান্ট ডেস্কঃ আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসির দ্বিতীয় দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা (SSC Exam)। একাদশ ও দ্বাদশ শ্রেণির সাড়ে ১২ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্যে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, যাতে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন, সেই জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

দ্বিতীয় দফার পরীক্ষায় (SSC Exam) মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের কড়া প্রস্তুতি

শনিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মোতাবেক SSC কে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে, প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন।” তিনি আরও বলেন যে, “আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি-ও নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি, পরীক্ষা শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে।”

পরীক্ষার (SSC Exam) আয়োজন ঘিরে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বোঝাই যাচ্ছে বাইরের রাজ্যে কোনও চাকরি নেই। বিজেপিশাসিত রাজ্যগুলোয় কোনও চাকরি নেই। তাই তাঁরা এখানে চলে আসছেন। আমরা কি বাইরের রাজ্য থেকে আসা ছেলেমেয়েদের অপমান করব? তাঁরা হিন্দি বলেন বলে আমরা কি তাঁদের তাড়া করব? সেটা আমরা করব না।”

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার ভাষার ভিত্তিতে কোনও বৈষম্যকে স্বীকৃতি দেয় না। তিনি স্পষ্ট জানান, “আমরা সব ভাষাকে মান্যতা দিয়ে ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে তাঁদের স্বাগত জানাব।” প্রশাসনিক মহল জানাচ্ছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য স্থানীয় স্তরে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।

Second phase of SSC exam today 14 september 2025

আরও পড়ুনঃ‌ ভিক্ষার জায়গা দখল নিয়ে বচসা, রাগে বৃদ্ধা ভিক্ষুককে কোপাল মহিলা

মোটের ওপর রাজ্যের তরফে বার্তা একটাই যে, এসএসসি-র এই দ্বিতীয় দফার পরীক্ষা (SSC Exam) হোক শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নির্বিঘ্ন। পরীক্ষার্থীদের যেন কোনও প্রকার ভোগান্তির মুখে পড়তে না হয়, তার জন্য প্রশাসন থেকে শুরু করে এসএসসি, সবাই প্রস্তুত। এখন নজর থাকবে পরীক্ষার সুষ্ঠু ভাবে সম্পন্ন করার দিকে।