যাত্রী চাপ সামলাতে, পুজোয় শিয়ালদহ শাখায় গ্যালপিং পরিষেবা বন্ধের ঘোষণা রেলের

Published on:

Published on:

Sehalda Local Train traveling during Durga Puja will be easier all local trains will stop at every station

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসন্ন দুর্গাপুজো। এবার এ পুজো উপলক্ষে রেলের (Sehalda Local Train) তরফ থেকে নেওয়া হল নতুন পদক্ষেপ। সূত্রের খবর চলতি বছর পুজোর দিনগুলিতে পরিবহন ব্যবস্থা আরও সচ্ছল করার জন্য এবার আর গ্যালপিং ট্রেন থাকছে না। প্রতিটি ট্রেনে দাঁড়াবে সবকটা স্টেশনে। এর পাশাপাশি উৎসবের সময় ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেও জানা যাচ্ছে। আর এর ফলে পরিবহন ব্যবস্থা পুজোর দিনে স্বাভাবিক থাকবে বলে মনে করছেন রেল দফতর।

দুর্গাপুজোয় ভ্রমণ আরও সহজ, সব লোকাল ট্রেন থামবে প্রতিটি স্টেশনে (Sehalda Local Train)

রেল সূত্রের খবর, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে না কোন গ্যালপিং ট্রেন। শিয়ালদহ বিভাগের সব শাখার সমস্ত ট্রেন থামবে প্রতিটি স্টেশনে। পাশাপাশি বাড়ানো হবে ট্রেনের সময়সীমা। একই সঙ্গে শিয়ালদহ স্টেশনে ২১ টি টিকিট কাউন্টার পুজোর দিন গুলিতে খোলা থাকবে (Sehalda Local Train)। এর সঙ্গে থাকবে অতিরিক্ত ১০টি মোবাইল ইউটিএস ও ১৭ টি এটিভিএম।

এছাড়াও, উৎসবের দিনে স্টেশন প্রাঙ্গনে ভিড় এড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ওই দিনগুলিতে বিকেল ৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত স্টেশনের ভেতরে ট্রলি চলাচল বন্ধ থাকবে। তার সঙ্গে থাকবে পার্কিং এর নিষেধাজ্ঞা। শিয়ালদহ কল্যাণী ও শিয়ালদহ সোনারপুর ঘুরতে রাতে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত রেক নামানো হবে। এর পাশাপাশি মেল ও এক্সপ্রেস ট্রেন গুলির জন্য নির্দিষ্ট প্লাটফর্ম ধার্য করা হয়েছে।

Sehalda Local Train traveling during Durga Puja will be easier all local trains will stop at every station

আরও পড়ুন: মাত্র কয়েকটি সহজ উপকরণেই তৈরি করা যায় ‘ওটস দোসা’,জানুন রেসিপি

প্রসঙ্গত, উৎসবের মরশুম বিপদ এড়াতে নিরাপত্তার জন্য আরপিএফ ও স্বেচ্ছাসেবকরা থাকবে, ব্যস্ত লেবেল ক্রসিং গুলিতে। শিয়ালদহ, দমদম, নৈহাটি, বারাসাত প্রভৃতি স্টেশনে থাকছে চিকিৎসা বুথ ও হেল্প ডেস্ক। যাত্রীদের জন্য থাকবে হেল্পলাইন নম্বর ও জরুরী পরিষেবার ফোন নম্বর, চিকিৎসক সহ প্যারামেডিক্যাল টিম। এছাড়াও থাকতে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা।

এর পাশাপাশি দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। মালদহ টাউন-চলপল্লী ও কানপুর সেন্ট্রাল-কলকাতা রুটে এই বিশেষ ট্রেনের পরিষেবা পাবেন যাত্রীরা।