একটু পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গী বজ্রঝড়! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক : শীত যেতে না যেতেই ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমি ঝঞ্ঝা। ভরা বসন্তে আজ ফের বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। ঝড়, বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর (India Meteorological Department)। কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিপাতও হতে পারে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কবার্তা।

শনিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমের জেলাগুলিও। বিশেষ দুই পরগণার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার সেরকম পরিবর্তন হবেনা বলেই খবর। মোটের উপর, আগামি চারদিন কম বেশি এমনই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর হাওয়া বদল হতে পারে মঙ্গলবার থেকে।

আরও পড়ুন : লোকসভায় যোগীরাজ্যে প্রার্থী দেবে তৃণমূল, বারাণসী না অন্য কোথাও? বিরাট প্ল্যান মমতার

কলকাতার আবহাওয়া : হাওয়া অফিসের খবর, রবিবার অর্থাৎ আগামিকাল বৃষ্টি হতে পারে মহানগরীতে। যদিও ভারী বৃষ্টিপাত হবেনা বলেই পূর্বাভাস। তবে আকাশ মেঘলাই থাকবে, রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। শহর ও শহরতলীর কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী সোমবার ঝরঝরে থাকবে কলকাতার আকাশ। ফের একবার বৃষ্টি হতে পারে মঙ্গলবার। বুধবার থেকে পরিষ্কার হবে আকাশ।

আরও পড়ুন : বঙ্গে ফুটবে পদ্ম, শাসকদলকে ছাপিয়ে আসন দখল করবে বিজেপি! জনমত সমীক্ষায় বিরাট রদবদল

bd731904 2071 11ec 8cea 4ece56011251 1632843478548

এই ভরা বসন্তে বৃষ্টির কারণ : হাওয়া অফিসের খবর, একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে বিপরীতমুখী সাইক্লোনের মাঝে সাঁড়াশি চাপে পড়ে গেছে বাংলা। এই দুইয়ের তাণ্ডবেই ভরা বসন্তে উপর কালবৈশাখীর ছায়া। মাঝে মাঝেই ভ্রুকুটি করে যাচ্ছে অকাল বৃষ্টি। এই দুইয়ের প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজবে বাংলা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর