বঙ্গে ফুটবে পদ্ম, শাসকদলকে ছাপিয়ে আসন দখল করবে বিজেপি! জনমত সমীক্ষায় বিরাট রদবদল

বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Issue) কাঠগড়ায় বাংলার শাসকদল। রাজ্যের মিডিয়া তো বটেই পাশাপাশি জাতীয় মিডিয়াতেও শিরোনামে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) কর্মকাণ্ড। ঘটনা চাউর হতেই শাসকদলের বিরুদ্ধে একটার পর একটা তোপ দেগে চলেছে বিজেপি (Bhartiya Janta Party)। রাজনৈতিক কারবারিদের মতে, ভোটের মুখে সন্দেশখালির এই ঘটনা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জন্য মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক জনমত সমীক্ষা (Lok Sabha Election Opinion Poll) বলছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণাই ঠিক। সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে ভালো ধাক্কা খেতে চলেছে মমতার সরকার। কমতে পারে আসন, কমতে পারে ভোট। তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে গেলেই সেটার ফায়দা তুলবে বঙ্গ বিজেপি। ভোটের লড়াইয়েও অনেকটা এগিয়ে যাবে গেরুয়া শিবির।

সম্প্রতি একটি জনমত সমীক্ষা চালিয়েছে দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ নামক একটি সংস্থা। ওপিনিয়ন পোল বলছে, ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে নতুন করে খুঁটি পুঁতবে পদ্ম শিবির। সমীক্ষা বলছে তৃণমূলের চেয়ে BJP-র জয়ী সাংসদের সংখ্যা বেশি হবে‌। সমীক্ষা বলছে, বিগত এক দশকে এই প্রথমবার এতটা শোচনীয় অবস্থা হবে তৃণমূলের।

আরও পড়ুন : ৯০ বছরের কাঁটা! অবশেষে বাতিল হল মুসলিমদের বহু বিবাহ ও তালাক আইন, বড় পদক্ষেপ অসম সরকারের

সম্প্রতি দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ যে সমীক্ষাটি চালিয়েছে তাতে যে তথ্য সামনে এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মত। সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে দ্বিতীয় স্থানে জায়গা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দখলে থাকবে মোট ১৩টি আসন। প্রায় ১১ শতাংশ কম ভোট পাবে তৃণমূল। ভোট পাবে ৩১.৮৬ শতাংশ।

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করতে গিয়েই সামনে এল ভয়ঙ্কর তথ্য, কেলেঙ্কারি জানাজানি হতেই ক্ষুব্ধ আম জনতা

যেখানে বাংলায় বিজেপির দখলে থাকবে ৪১.৭৮ শতাংশ ভোট। গতবারের চেয়ে ১১টি বেশি আসন নিয়ে মোট ২৯টি আসন জিততে পারে গেরুয়া শিবির। ওদিকে জোটসঙ্গী CPIM-এর মতো কংগ্রেসর দৌঁড়ও শূন্য অবধিই বলে রিপোর্ট পেশ করেছে জনমত সমীক্ষা।

আরও পড়ুন : শাহজাহানকে হিন্দু বানানোর প্রচেষ্টা? ‘ফেরার’ নেতার হলফনামা পেশ করে চাঞ্চল্যকর দাবি ইডির

in the 2019 elections the bjp had won 18 seats in 1681480884009

যদিও কেবল দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ সংস্থাটিই বাংলায় সমীক্ষা চালাচ্ছেনা। এছাড়াও একাধিক সংস্থা সমীক্ষা শুরু করেছে বাংলায়‌। সেরকমই অপর একটি সংস্থা হল মুড অফ দ্য নেশন। এই সংস্থার দাবি, আসন্ন নির্বাচনে মোট ২২টি আসন থাকবে তৃণমূলের হাতে। যেখানে বিজেপির হাতে যাবে মোট ১৯টি আসন।

আরও পড়ুন : সন্দেশখালি ইস্যুতে নন্দীগ্রাম, সিঙ্গুর টেনে আনলেন চন্দ্রিমা! মন্ত্রীর মন্তব্যে রাজ্যে শোরগোল

যেখানে TV-CNX তাদের সমীক্ষায় দাবি করেছে, আসন্ন‌ নির্বাচনে মোট ১০টি আসন পাবে গেরুয়া শিবির। যেখানে বাকি ৩২ টির সবগুলোই থাকবে তৃণমূলের দখলে। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ছয় থেকে সাত শতাংশ ভোট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর