খেজুরিতে সমবায় নির্বাচন ঘিরে উত্তপ্ত এলাকা, বোমাবাজির অভিযোগে চাঞ্চল্য

Published on:

Published on:

Khejuri Cooperative Election Turns Violent Amid Bomb Allegations

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব মেদিনীপুরের খেজুরি (Khejuri) ব্লক নির্বাচনের মাঠে আবার উত্তেজনার হাওয়া বইছে। সমবায় সমিতির নির্বাচনের দিনে রবিবার সকাল থেকেই এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করেছে। তবে শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে।

সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা খেজুরিতে (Khejuri)

খেজুরি (Khejuri) দু’নম্বর ব্লকের জনকা অঞ্চলের গোড়াহার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রের বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়।

খেজুরি (Khejuri) দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সমুদ্ভব দাস অভিযোগ তুলে বলেছেন, “ওই এলাকায় তো বিজেপির প্রভাব রয়েছে। দুটো ভোটে তো আমরা কাজই করতে পারিনি। ওরাই জোর জুলুম করে আমাদের ভোটারদের গালিগালাজ করে।” এদিকে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বোমা পরীক্ষা চলছে এবং এলাকায় নিরাপত্তা আরও কড়া করা হয়েছে।

বিপক্ষ বিজেপি পবিত্র দাস বলেন, “ওরা বোমাবাজি করেছে। সীমান্তগুলোকে বাংলাদেশি মডেল তৈরি করেছে। এখানেও সেটা করতে চাইছে। আজ সকাল থেকে বোমাবাজি করছে।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সমবায় ভোটের সময় এই ধরনের উত্তেজনা থাকলে, আসন্ন বিধানসভা নির্বাচনে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Khejuri Cooperative Election Turns Violent Amid Bomb Allegations

আরও পড়ুনঃ নতুন নির্মাণে একক সিদ্ধান্ত চলবে না, সহ-মালিকদের সম্মতিও প্রয়োজন, স্পষ্ট জানালেন মেয়র

খেজুরি (Khejuri) সমবায় নির্বাচনের এই উত্তপ্ত পরিস্থিতি এলাকায় জনজীবন প্রভাবিত করেছে। পুলিশ এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে, তবে রাজনৈতিক দলগুলোর বিবৃতি বিতর্ক আরও বাড়াচ্ছে।