বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসন্ন দুর্গাপুজো। আর এবার দুর্গাপুজোর ভাঙ্গর এক নম্বর ব্লকের পেরামগঞ্জ অঞ্চল লক্ষীর ভান্ডারের (Lakkher Bhandar) টাকায় পুজোর আয়োজন করছেন সেখানকার মহিলারা। আর এবার প্রথম এমন উদ্যোগ নিল সেখানকার মহিলারা। এই উদ্যোগে উচ্ছ্বাসিত স্থানীয় বাসিন্দারা।
স্বনির্ভরতার বার্তা ছড়াল পুজো কমিটির অভিনব সিদ্ধান্তে ভাঙড়ে (Lakkher Bhandar)
আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। তারপর শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। আর এবার এই প্রথম দুর্গাপুজো হচ্ছে। ভাঙ্গর এক নম্বর ব্লকের পেরানগঞ্জ অঞ্চল। আর সেই পুজোর উদ্যোগ নিয়েছে ওই এলাকায় মহিলারা। সেইখানে মহিলাদের লক্ষীর ভান্ডার (Lakkher Bhandar) দিয়ে এই পুজো করা হচ্ছে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এই বছর প্রথম পুজো করা হচ্ছে। তবে সরকারের অনুদান মেলেন। কিন্তু তাই বলে তারা পিছন হাঁটবেনা। এমনকি তাদের এই পুজোতে নেই ক্লাবের কোন পুরুষ সদস্য। সম্পূর্ণটাই করছে মহিলারা মিলে। তাই নিজেদের লক্ষীর ভান্ডারের (Lakkher Bhandar) টাকা পূজোর আয়োজনে ব্যবহার করছেন।
আরও পড়ুন: ১০ হাজার ভিউ থেকে কত টাকা আয় হয়? নতুন ইউটিউবারদের জন্য জরুরি তথ্য
এবং দুর্গাপূজার বিষয়ে, ওইখানকার এক স্থানীয় বাসিন্দা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনমুখী প্রকল্পের মধ্যে বিশেষভাবে ছাড়া পাওয়া গিয়েছে লক্ষীর ভান্ডারে। বাড়ির মহিলারা এই টাকায় নিজেদের শখ মেটাতে পারছেন। তাই এবার এই টাকা দিয়ে করতে চলেছেন দুর্গাপুজো।
পাশাপাশি উদ্যোক্তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কল্যাণে রাজ্য সরকার দূর্গা পূজার জন্য আর্থিক সাহায্য দেয়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে উদ্যোক্তা মহিলাদের অনুরোধ তাদের পুজোরও স্বীকৃত দিয়ে যেন মুখ্যমন্ত্রীর কিছু আর্থিক সহায়তা করেন। এছাড়াও এখানে পুজো করার জন্য ওই এলাকার মোট ৭০ জন মহিলা মিলে এই উদ্যোগ নিয়েছে। তারা তাদের এক মাসের লক্ষ্মীর ভান্ডারের (Lakkher Bhandar) টাকা দিয়ে সমস্ত পুজোর আয়োজন করবেন বলে জানা গেছে।