বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘চকোলেট বয়’ রণবীর কাপুর (Ranbir Kapoor)। বর্তমানে পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ হয়ে উঠলেও ডেবিউয়ের পর নিজের ক্যারিশমা দিয়েই অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম জলঘোলা হয়নি। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল ঋষি-পু্ত্রের (Ranbir Kapoor)। তাঁদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। তাঁদের সম্পর্কের কথা জানতে কারোরই বাকি ছিল না ইন্ডাস্ট্রিতে। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাঁদের সম্পর্ক। শেষমেষ নীতু কাপুর মুখ খোলেন তাঁদের সম্পর্ক এবং বিচ্ছেদের কারণ নিয়ে।
রণবীর-দীপিকার (Ranbir Kapoor) বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন নীতু
রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দীপিকা। শোনা যায়, অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওই সম্পর্কে রণবীর (Ranbir Kapoor) নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। বরং তাঁর সঙ্গে নাকি প্রতারণাও করেছিলেন রণবীর। কিন্তু দীপিকার অভিযোগ উড়িয়ে দেন নীতু। দীপিকার সঙ্গে রণবীরের (Ranbir Kapoor) সম্পর্ক প্রাথমিক ভাবে স্বীকার করে নিলেও তাঁদের বিচ্ছেদ নিয়েও মুখ খুলেছিলেন তিনি।
কী কারণ ছিল বিচ্ছেদের: প্লেবয়ের অভিযোগ উড়িয়ে এক সাক্ষাৎকারে নীতু বলেছিলেন, রণবীর (Ranbir Kapoor) মোটেই অমন নন। সম্পর্কে থাকাকালীন রণবীর একটু স্পেস চেয়েছিলেন। নিজের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা চেয়েছিলেন তিনি। কিন্তু তা দিতে ব্যর্থ হন দীপিকা। সেই কারণেই নাকি ভেঙেছিল দুজনের সম্পর্ক, দাবি নীতুর।
একাধিক সম্পর্কে জড়িয়েছেন: শুধু দীপিকা নন, আলিয়াকে বিয়ের আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল রণবীরের (Ranbir Kapoor)। ক্যাটরিনা কাইফ থেকে নার্গিস ফকরি, মহিলা মহলে তাঁর সম্পর্ক নিয়ে তীব্র চর্চা হয়েছিল। কিন্তু সেসব সম্পর্ক স্বীকার করতে নারাজ নীতু। ছেলেকে ক্লিনচিট দিয়ে তাঁর দাবি, একজনই প্রেমিকা ছিল রণবীরের।
বর্তমানে অবশ্য এসব গুঞ্জন থেকে দূরে রয়েছেন রণবীর। আলিয়া জীবনে আসতেই আমূল বদলে হয়েছে তাঁর। স্ত্রী, মেয়েকে নিয়ে এখন পরিবারের প্রতি টান বেড়েছে রণবীরের। অন্যদিকে দীপিকাও নিজের কেরিয়ার, সংসার নিয়ে ব্যস্ত। কন্যা সন্তানের মা হয়েছেন তিনিও।