বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে যাদবপুর (Jadavpur)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড়। যাদবপুর ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যুর (Jadavpur University Death Case) ঘটনায় এবার সিসি ফুটেজ (CCTV) হাতে পেল পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, ‘জলে ডুবেই মৃত্যু যাদবপুরের পড়ুয়ার’। কীভাবে পুকুরে পড়ে গেলেন অনামিকা? উত্তর অধরা।
সিসি ফুটেজ সামনে আসায় জট খুলবে রহস্যের? Jadavpur
যাদবপুর থানার পুলিশ সহ এদিন যাদবপুর ক্যাম্পাসে যান ময়নাতদন্তকারী চিকিৎসক। ঘটনাস্থল ঘুরে দেখলেন ডিসি SSD। যে জলাশয় থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে, সেই জলাশয় কতটা গভীর তা খতিয়ে দেখার পাশাপাশি জলাশয়ে পরীক্ষা নিরীক্ষা হয়। যেখানে অনুষ্ঠান চলছিল, তার থেকে যেখান থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয় তার দূরত্ব মেপে দেখেন ময়নাতদন্তকারী চিকিৎসক। খুঁটিয়ে ঘটনাস্থল পরীক্ষা নিরীক্ষা করেন তিঁনি।
মৃত্যুর রহস্যভেদ করতে নজরে রয়েছে মৃতার মোবাইল ফোন। সূত্রের খবর, শনিবারই পড়ুয়ার ফোন তাঁর পরিবারের কাছ থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। সেই মোবাইলে কি কোনও বড় ক্লু লুকিয়ে? ইতিমধ্যেই পড়ুয়ার সহপাঠী ও ড্রামা ক্লাবের সদস্য ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ।
আরও পড়ুন: অবসর নিচ্ছেন টিএস শিবজ্ঞানম, কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হচ্ছেন?
কেন ওই ঝিল পাড়ে গেলেন অনামিকা? কেউ কি ফোন করে তাঁকে ডেকেছিল? কীভাবেই বা পুকুরে পড়ে গেলেন? অনামিকা কী একাই গেছিলেন? নাকি সঙ্গে কী অন্য ছিল? উত্তর খুঁজতে তদন্তে পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এদিকে মৃত ছাত্রীর পরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। পাশাপাশি তাঁদের আশঙ্কা, মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে। যাঁরা সেদিন সেদিন ওই অনুষ্ঠানে ছিলেন ছাত্রীর সেসব বন্ধুবান্ধবকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তারা।