বাংলা হান্ট ডেস্ক: দেশে ট্যাক্স ব্যবস্থা সহজ করার লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই GST হারে (GST Items) ব্যাপক হ্রাস করেছে। এই আবহে রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন যে, প্রায় ৯৯ শতাংশ পণ্য যা আগে ১২ শতাংশ GST স্ল্যাবের মধ্যে ছিল সেগুলি এখন ৫ শতাংশের GST স্ল্যাবের মধ্যে আনা হয়েছে। এই সংস্কার সাধারণ জনগণকে সরাসরি স্বস্তি দেবে।
GST স্ল্যাবে (GST Items) হয়েছে পরিবর্তন:
কী জানিয়েছেন তিনি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে পণ্য ও পরিষেবা করের (GST) সংস্কার দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি বড় জয়। রবিবার চেন্নাইতে এক অনুষ্ঠানে সীতারমণ বলেন যে, ভারতের প্রতিটি রাজ্যের উৎসবের কথা মাথায় রেখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীপাবলির আগে GST সংস্কার (GST Items) বাস্তবায়নের নির্দেশ অনুসরণ করে অনেক আগেই তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেন্নাই সিটিজেনস ফোরাম আয়োজিত “ট্যাক্স রিফর্মস ফর ইমার্জিং ইন্ডিয়া” অনুষ্ঠানে সীতারামণ বলেন, সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহৃত সমস্ত পণ্যের ওপর পণ্য ও পরিষেবা করের উপকারী প্রভাব দৃশ্যমান হবে। কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করে সীতারামণ বলেন, GST-র (GST Items) আওতায় আগে ১২ শতাংশ হারে কর ধার্য করা ৯৯ শতাংশ পণ্যের ওপর এখন মাত্র ৫ শতাংশ হারে কর ধার্য করা হবে।
আরও পড়ুন: “কোহলির ৫০ বছর খেলা উচিত”, জানালেন তালিবান নেতা, রোহিতের বিষয়েও দিলেন প্রতিক্রিয়া
অর্থমন্ত্রী আরও বলেন যে, ৩৫০ টিরও বেশি পণ্যের ওপর কর হ্রাস করা হয়েছে। যার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন মুদিখানার জিনিসপত্র, প্যাকেটজাত খাবার, গৃহস্থালীর জিনিসপত্র, হস্তশিল্প (যেমন থাঞ্জাভুর পুতুল)।
আরও পড়ুন: ১৮ বছর চাকরির পর নেন বড় সিদ্ধান্ত! আজ মিলছে ৮০ কোটির টার্নওভার, সবাইকে চমকে দিলেন কেরালার ব্যক্তি
অর্থমন্ত্রীর মতে, এই সংস্কার কেবল করের হার কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং চাহিদা বৃদ্ধি, আস্থা তৈরি এবং ভারতকে ২০৪৭ সালের দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সীতারামণ আরও বলেন যে GST রেজিস্ট্রেশন ২০১৭ সালে ৬৫ লক্ষ থেকে বেড়ে এখন ১.৫১ কোটিতে পৌঁছেছে।