চলতি মাসেই ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের ‘আবির গুলাল’? সামনে এল আসল সত্য

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ জল্পনা, বিতর্কের পর মুক্তি পেয়েছে ফাওয়াদ খান (Fawad Khan) এবং বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’। তবে ভারতে নয়, এদেশ ছাড়া অন্যান্য দেশে মুক্তি পেয়েছে ছবিটি। প্রাথমিক ভাবে ৯ ই মে ছিল এই ছবির মুক্তির তারিখ। কিন্তু তার ঠিক আগেই পহেলগাঁও হামলার জেরে পাক শিল্পীদের উপরে ফের নিষেধাজ্ঞা জারি হয়। তীব্র বিরোধিতায় এদেশে ছবিটির মুক্তি আটকে যায়।

ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদের (Fawad Khan) ‘আবির গুলাল’?

পরবর্তীতে ১২ সেপ্টেম্বর ভারত ছাড়া অন্যান্য দেশে মুক্তি পায় আবির গুলাল। অবশ্য পরে শোনা গিয়েছিল, ২৬ শে সেপ্টেম্বর ভারতেও মুক্তি পাবে ছবিটি। কিন্তু সম্প্রতি এ বিষয়ে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিল পিআইবি। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

Will fawad khan abir gulaal release in India

কী জানাল পিআইবি: ছবিটির ভারতে মুক্তির নতুন তারিখ সংক্রান্ত প্রতিবেদন উল্লেখ করে পিআইবি লিখেছে, ‘অনেক সংবাদ মাধ্যম দাবি করছে যে, ফাওয়াদ খান (Fawad Khan) এবং বাণী কাপুরের ছবি ‘আবির গুলাল’ ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ভারতীয় প্রেক্ষাগৃহে। এর কোনও সত্যতা নেই, ছবিটি এমন কোনও ছাড়পত্র পায়নি’।

আরও পড়ুন : ঘড়ি ‘থমকে’ ব্লু লাইনে, পরবর্তী মেট্রোর সময় দেখানোই বন্ধ মেট্রোর? চটে লাল যাত্রীরা

আগেই আটকে গিয়েছে ছবি রিলিজ: আবির গুলাল এর মুক্তি নিয়ে এর আগে কার্যত ঝড় উঠেছিল বলিউডে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর তরফে ফাওয়াদের (Fawad Khan) ছবিতে নিষেধাজ্ঞা লাগানোর দাবি জানানো হয়েছিল। পহেলগাঁও হামলার আবহে পাকিস্তানি শিল্পীদের উপরে পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন সংগঠনের সম্পাদক। তারপরেই ফাওয়াদ (Fawad Khan) সহ একাধিক পাক অভিনেতা অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিষিদ্ধ করা হয় ভারতে।

আরও পড়ুন : যত খুশি ব্রেক জার্নি করুন, এক টিকিটেই দেশ ঘোরার অভিনব উদ্যোগ রেলের! কীভাবে পাবেন সুবিধা?

তীব্র ক্ষোভের মুখে ছবির সমস্ত গানও ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর আবার ভারতীয় ছবিতে ফাওয়াদ খান ফেরার প্রস্তুতি শুরু করতেই পহেলগাঁও হামলায় তা ভেস্তে যায়। কোনও পাক শিল্পীর সঙ্গেই কাজ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে FWICE।