যাত্রী দুর্ভোগ বাড়ছে! হাওড়া ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৫ দিন বন্ধ লোকাল পরিষেবা

Published on:

Published on:

Train Cancel 5 days in Howrah division due to track repairs

বাংলা হান্ট ডেস্ক: আবারও সমসের মুখে পড়তে চলেছে নিত্যযাত্রীরা। রবিবার থেকে টানা ৫ দিনের জন্য বন্ধ থাকবে হাওড়া থেকে একটি গুরুত্বপূর্ণ শাখার একাধিক লোকাল ট্রেন (Train Cancel)। পূর্ব রেলওয়ের তরফ থেকে এমনই এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনের বেলা ট্রাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় দুটি স্টেশনের মধ্যে তিন ঘন্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন। যার কারণবশত একটানা পাঁচ দিন এই লাইনে রেল পরিষেবা আংশিক সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে।

হাওড়া ডিভিশনে ট্র্যাক মেরামতির জন্য একাধিক লোকাল বাতিল ৫ দিনের জন্য (Train Cancel)

এই ট্রেন ক্যানসেল হওয়ার ফলে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও অম্বিকা কালনা স্টেশন এর মধ্যে ডাউন ব্যান্ডেল আজিমগঞ্জ কাটোয়া লাইনে রবিবার থেকে ৫ দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন তিন ঘন্টার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ফ্রেন্ড চলাচলের ক্ষেত্রে বেশ কতগুলি ব্যবস্থা নিতে চলেছে রেল কর্তৃপক্ষ (Train Cancel)।

Train Cancel 5 days in Howrah division due to track repairs

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীর ডায়েট চার্টে স্যালাড, কখন খেলে মিলবে আসল ফল সঠিক সময় ফাঁস করলেন বিশেষজ্ঞরা

এই লাইনের যে যে ট্রেন গুলো বন্ধ হতে চলেছে

১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ নম্বরের লোকাল ও কাটোয়া থেকে ৩৭৭৪৮ লোকাল ট্রেনটি । এছাড়াও ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তারিখে ৩৭৯২৪ কাটোয়া হাওড়া লোকালটি কাটোয়া ও ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।

যদিও রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে, স্পেশাল বাদ দেরিতে ট্রেন চলাচল ও পরবর্তীকালে যেকোনো নতুন চালু হওয়ার ট্রেন বা টিওডি যদি থাকে ব্লকে চলাকালীন পথের মধ্যে যাতায়াত নিয়ন্ত্রণ ও পদ পরিবর্তন করা হবে। তাই এই সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে পূর্ব রেলওয়ে।

এর পাশাপাশি এই লাইনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কাজের প্রয়োজনে বহু মানুষকে হাওড়ায় আসতে হয় এছাড়া সামনে পুজো। তাই পূজোর বাজার করতে লোকাল ট্রেনে যথেষ্ট ভিড় হয়। কিন্তু এই পাঁচ দিন একজোড়া লোকাল ট্রেন বাতিল (Train Cancel) থাকায় নিঃসন্দেহে যাত্রীদের যাতায়াত করা অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।