পরীক্ষা সম্পন্ন, SSC-র শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ কবে? ইন্টারভিউ প্যানেল কবে প্রকাশ? জানালেন শিক্ষামন্ত্রী

Published on:

Published on:

ssc exam

বাংলা হান্ট ডেস্কঃ দু’বছর ধরে জট। অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের পর রবিবার একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষাও (SSC Exam) সম্পন্ন হল। গতকাল পরীক্ষা দিয়েছেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। পরীক্ষা তো হল, এবার নিয়োগ কবে? ফল প্রকাশ কবে হচ্ছে? এই সব বিষয়েই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)।

কী জানালেন শিক্ষামন্ত্রী? SSC Exam

রবিবার এসএসসির পরীক্ষাশেষে সাংবাদিক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।’’ শিক্ষামন্ত্রী জানালেন, পুজোর পরেই ফল প্রকাশ হবে। নভেম্বর মাসে ইন্টারভিউ প্যানেল প্রকাশ করবে কমিশন।

শিক্ষামন্ত্রী বলেন, “কিছু দিনের মধ্যে প্রশ্ন এবং উত্তরপত্র প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়ার জন্য তাঁদের পাঁচ দিন সময় দেওয়া হবে। তার পরে কারা ইন্টারভিউ দেবেন, সেই তালিকাও প্রকাশ করা হবে ওয়েবসাইটে।”

কমিশনের তরফে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র আপলোড করা হবে। আর আগামী ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্র প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু।

SSC exam

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীর ডায়েট চার্টে স্যালাড, কখন খেলে মিলবে আসল ফল সঠিক সময় ফাঁস করলেন বিশেষজ্ঞরা

এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন।