বাংলা হান্ট ডেস্কঃ ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। সোমবার সকালে হাজারিবাগের গিরহোর থানা লাকায় পানাতিতরির জঙ্গলে সংঘর্ষে নিহত হন শীর্ষ মাওবাদী নেতা সহ আরও দুই মাও নেতা (Maoist Operation)। নিহত সহদেব সোরেনের মাথার দাম ছিল এক কোটি টাকা। পুলিশ নিশ্চিত করেছে, বাকি দুই নেতারও মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন নিহত কমান্ডার সহদেব সোরেন
উল্লেখ্য, নিহত কমান্ডার সহদেব সোরেন ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পুলিশের খাতায় পূর্ব ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা হিসেবে পরিচিত তিনি।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান (Maoist Operation) চালায় পুলিশ
ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হাজারিবাগ পুলিশ যৌথভাবে অভিযান চালায় (Maoist Operation)। গিরিডি-বোকারো সীমান্তের কাছে কারান্দি গ্রামে সকাল ৬টার দিকে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। শেষ পর্যন্ত নিহত হন শীর্ষ মাও কমান্ডার সহ আরও দুই নেতা।
বাকি দুই নিহত মাও নেতা হলেন রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল (বিহার-ঝাড়খণ্ড স্পেশ্যাল এরিয়া কমিটির সদস্য, মাথার দাম ২৫ লক্ষ টাকা) এবং বীরসেন গানঝু ওরফে রামখেলাওয়ান (জোনাল কমিটির সদস্য, মাথার দাম ১০ লক্ষ টাকা)। সংঘর্ষের (Maoist Operation) পর নিরাপত্তা বাহিনী তাদের মৃতদেহ উদ্ধার করেছে। তল্লাশি অভিযান এখনও চলছেই, আর কেউ লুকিয়ে আছে কি না তা যাচাই করা হচ্ছে।
আরও পড়ুনঃ সেনা কৌশল থেকে নির্বাচনী বার্তা, ভোটের আগে কলকাতায় মোদী সফর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি
ঝাড়খণ্ডে এই অভিযানের (Maoist Operation) মাধ্যমে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের মধ্যে বড় ধাক্কা দিয়েছে। পুলিশের দাবি, এই ধরনের সফল অভিযান অঞ্চলটিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।