টাকিতে ইছামতীর পাড়ে আগাছার মত গজাচ্ছে বেআইনি নির্মাণ! নেপথ্যে কারা? অভিযোগ তুলে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Published on:

Published on:

calcutta high court

বাংলা হান্ট ডেস্কঃ শহর হোক বা জেলা, রাজ্যজুড়ে অবৈধ নির্মাণের (Illegal Construction) রমরমা। অতীতে বেআইনি নির্মাণ নিয়ে সর্বদাই কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার বেআইনি নির্মাণ নিয়ে ফের জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতীর পাড়ে একের পর এক বিলাসবহুল হোটেল-রিসর্ট বেআইনিভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই এবার আদালতের দৃষ্টি আকর্ষণ।

ইছামতীর পাড়ে গজাচ্ছে বেআইনি নির্মাণ? Calcutta High Court

রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র টাকি। যেখানে শীতকাল তো বটেই, প্রায় গোটা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সেই টাকিতে ইছামতীর পাড়ে আগাছার মত গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ। এই অভিযোগ তুলেই আদালতে মামলা। আবেদনকারীর আইনজীবীর দাবি, সেচ দফতরের জায়গা দখল করে ইছামতীর পাড়ে বেআইনি নির্মাণগুলি তৈরি করা হচ্ছে।

তিঁনি বলেন, সম্প্রতি এই নিয়ে রাজ্যের পরিবেশ দফতর, সেচ দফতর, টাকি পৌরসভা, বসিরহাট মহকুমা শাসকের কাছে লিখিতভাবে একজন পরিবেশবিদ অভিযোগ জানান। অভিযোগ, ওই হোটেলগুলি বেআইনি বলেই আগেই সেচ দফতর রিপোর্ট দিয়েছে। শুধু তাই নয়, বেআইনি হোটেলগুলির মধ্যে একটির মালিক শাসকদলের তৃণমূলের একটি সংখ্যালঘু সেলের সম্পাদক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল বলে জানা যাচ্ছে।

Calcutta High Court

আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে ছাড়েন প্রথম স্বামীর ঘর, দ্বিতীয় বিয়ে করলেও এখনও ‘মালিয়া’ পদবীতেই আটকে জুন

অভিযোগ, শাসকদলের ওই নেতাই প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ওই নির্মাণ গুলি তৈরি করছে। এবার সেই অভিযোগের জল গড়াল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রে খবর, চলতি মাসেই অবৈধ নির্মাণ সংক্রান্ত এই মামলার শুনানি হতে পারে।