পাক খেলোয়াড়দের সঙ্গে কেন করেননি করমর্দন? রাখঢাক না রেখে আসল কারণ জানালেন সূর্যকুমার

Published on:

Published on:

What did Suryakumar Yadav say about not shaking hands with Pakistani players?

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এ গত ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পন্ন হয় “হাইভোল্টেজ” ম্যাচ। ওই ম্যাচে ভারতীয় দল পাকিস্তানকে সহজেই হারিয়েছে। এদিকে, ম্যাচ শেষ হতেই এমন একটি ঘটনা ঘটে যেটি উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, ম্যাচ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। এই সিদ্ধান্ত সম্পর্কে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) স্পষ্টভাবে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে তিনি বলেন এই পদক্ষেপটি ভেবেচিন্তে এবং দেশের স্বার্থে নেওয়া হয়েছে।

কী জানিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)?

ছক্কা মেরে ম্যাচ শেষ করার পর সূর্যকুমার (Suryakumar Yadav) সতীর্থ শিবম দুবের সঙ্গে করমর্দন করেন এবং সোজা মাঠ থেকে বেরিয়ে যান। এদিকে, পাকিস্তানি খেলোয়াড়রা করমর্দনের জন্য অপেক্ষা করতে থাকেন। টসের সময়ও, সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি।

কী জানিয়েছেন সূর্যকুমার: পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে সূর্যকুমার বলেন যে, “আমাদের সরকার এবং BCCI একই মতামত পোষণ করে। আমরা এখানে কেবল খেলা খেলতে এসেছি এবং আমরা সঠিক উপায়ে জবাব জানিয়েছি। কিছু জিনিস ক্রীড়ামনস্কতার ঊর্ধ্বে।” সূর্যকুমার আরও বলেন যে তিনি প্রেজেন্টেশনেও জানিয়েছিলেন, ” আমরা পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত এবং তাঁদের পরিবারের সঙ্গে আছি। আমরা এই বিজয়কে অপারেশন সিঁদুরে জড়িত আমাদের সাহসী সৈনিকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আশা করি তাঁরা আমাদের সকলকে অনুপ্রাণিত করবেন এবং সুযোগ পেলেই আমরাও তাঁদের হাসিমুখে থাকার কারণ হয়ে উঠব।”

আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের সামনে টিকতেই পারল না পাকিস্তান! ৭ উইকেটে জিতল সূর্য বাহিনী

মাইক হেসন হতাশা প্রকাশ করেছেন: অন্যদিকে, পাকিস্তান কোচ মাইক হেসন বিষয়টির পরিপ্রেক্ষিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, “আমরা করমর্দনের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। এটি আমাদের জন্য হতাশাজনক ছিল।” উল্লেখ্য যে, ভারতীয় দল এশিয়া কাপে তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছে। এদিকে, পাকিস্তানের কোচ মাইক হেসন বলেছেন যে, “পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সালমান আলী আগার অনুপস্থিতি মূলত ভারতের অবস্থানের ফল। তিনি বলেন, “আমরা হাত মেলাতে প্রস্তুত, ভারতীয় দল এটা করেনি। এটা হতাশাজনক ছিল। আমরা খারাপ খেলেছি, কিন্তু আমরা করমর্দনের জন্য প্রস্তুত ছিলাম।”

আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি! ৯৯ শতাংশ জিনিসপত্রের ওপর কমেছে ট্যাক্স, GST-র প্রসঙ্গে কী জানালেন নির্মলা সীতারমণ?

এদিকে, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav) বলেন, “সোশ্যাল মিডিয়ার আওয়াজ থেকে দূরত্ব বজায় রাখা দলকে ধৈর্য ধরে রাখতে সাহায্য করেছে।” সূর্যকুমার বলেন, “আমরা এখানে আসার প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাইরের আওয়াজ থেকে দূরত্ব বজায় রাখব। এই কারণেই আমরা স্পষ্ট মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম এবং আমাদের পরিকল্পনাগুলি সহজেই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।” পাশাপাশি, অনুরাগীদের সমর্থনও তাঁদের শক্তি জুগিয়েছে বলে জানান তিনি। অর্থাৎ, এই পুরো বিতর্কের মাঝে, টিম ইন্ডিয়ার জয় এবং অধিনায়ক সূর্যকুমারের বক্তব্য আবারও স্পষ্ট করে দিয়েছে যে, টিম ইন্ডিয়া মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।