বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্ট সোমবার ওয়াকফ আইনের (Waqf Amendment Act) বৈধতা নিয়ে ওঠা মামলায় ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে যে পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও ভিত্তি নেই। প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ জানিয়েছে, যদিও আইনের কিছু ধারায় সীমিত স্থগিতাদেশ দেওয়া যেতে পারে, তবে গোটা আইনকে স্থগিত রাখা যায় না।
ওয়াকফে (Waqf Amendment Act) সম্পত্তি দান করা নিয়ে বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের
২০২৫ সালের সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Amendment Act) কিছু ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ওয়াকফে সম্পত্তি দান করতে হলে ৫ বছর মুসলিম হতে হবে। এই ধারা নিয়ে সুপ্রিম কোর্ট সীমিত স্থগিতাদেশ দিয়েছে। এছাড়া জেলাশাসকরা ওয়াকফ সম্পত্তি বিতর্ক সমাধান করতে পারবেন না; এর জন্য ট্রাইবুনালের ক্ষমতা রাখা হয়েছে।
বোর্ডের প্রধান হিসেবে মুসলিম সম্প্রদায়ের কাউকে বসানো উচিত
সুপ্রিম কোর্ট অমুসলিমদের ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে সদস্য হওয়ার বিধান স্থগিত করেনি। তবে আদালতের জানিয়েছে, বোর্ডের প্রধান হিসেবে মুসলিম সম্প্রদায়ের কাউকে বসানো উচিত। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে চারজনের বেশি অমুসলিম সদস্য থাকা যাবে না এবং রাজ্য বোর্ডে তিনজনের বেশি অন্য ধর্মের সদস্য রাখা যাবে না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রসুল ইলিয়াস জানিয়েছেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায়ে তিনি সন্তুষ্ট।
আরও পড়ুনঃ এক টেবিলে বীরভূম ও পুরুলিয়া নেতৃত্ব, আজ ক্যামাক স্ট্রিটে অভিষেকের ‘কৌশল বৈঠক’
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের এই নির্দেশে ওয়াকফ আইন (Waqf Amendment Act) কার্যকর থাকছে, তবে কিছু ধারায় সীমিত স্থগিতাদেশের মাধ্যমে সংশোধনের সুযোগ রাখা হয়েছে। আইনটি মুসলিম সম্প্রদায়ের এবং অন্যান্য ধর্মের সদস্যদের জন্য সুষম সমন্বয় রক্ষা করবে বলে মনে করা হচ্ছে।