বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি যাওয়ার নাম নেই। কোথাও হালকা কোথাও আবার ভারী বৃষ্টি চলছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (Weather Update) বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে। ওদিকে উত্তরের জেলায় জেলায় রীতিমতো দুর্যোগ। পুজোর সময়ও কী বৃষ্টি হবে? এই নিয়েই চিন্তায় বঙ্গবাসী। এরই মধ্যে বড় আপডেট দিল আইএমডি।
বর্ষা নিয়ে কী জানাল মৌসম ভবন? Weather Update
IMD তরফে আপডেট, আগাম বর্ষা বিদায় হবে এবার। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর। তার দুদিন পর ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা সরে যেতে শুরু করে। ১৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে সরে যায়।
মৌসম ভবন জানাচ্ছে, ১৫ সেপ্টেম্বরের দিকে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। বর্ষা বিদায়ের প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে বাংলা থেকেও বর্ষা বিদায় নেবে ধীরে ধীরে। ঠিক কত তারিখে এ রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে সেই দিনক্ষণ জানায়নি আইএমডি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ সোমবার কলকাতা-সব দক্ষিণের সমস্ত জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা (৭ থেকে ১১ সেন্টিমিটার)। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতেও। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত টানা কম-বেশি বৃষ্টির সম্ভাবনা।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ঝোড়ো হাওয়ার সাথে হালকা টু মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে।