বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। রবিবারই তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকালেই হাজিরার নির্দেশ অনুযায়ী তিনি পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে।
সকাল পৌনে এগারোটা নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন মিমি (Mimi Chakraborty)
সকাল পৌনে এগারোটার সময় ইডি দপ্তরে উপস্থিত হন মিমি (Mimi Chakraborty)। হাতে ছিল বেশ কিছু নথিপত্র। সাদা ওভারসাইজড শার্ট এবং নীল ডেনিম পরিহিতা মিমিকে এদিন ক্যামেরাবন্দি করা হয়। ইডি সূত্রে খবর, বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ, ভারতে বেটিং অ্যাপ নিষিদ্ধ হলেও ‘1xBet’ নামক প্ল্যাটফর্মের সঙ্গে নাম জড়িয়েছে মিমির।
খবর এদিন ইডি তরফে বিশেষ কিছু তথ্য জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মিমিকে (Mimi Chakraborty)। বেটিং অ্যাপ সংস্থার থেকে কীভাবে, কত টাকা নিয়েছেন মিমি? কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে? ইত্যাদি নানান প্রশ্ন করা হয় মিমি চক্রবর্তীকে। এর আগে একই মামলায় হাজিরা দিয়েছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিযোগ, অ্যাপের হয়ে প্রচারের বিনিময়ে মিমি-অঙ্কুশ সহ একাধিক তারকা মোটা অঙ্কের আর্থিক সুবিধা পেয়েছেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, 1xBet সহ একাধিক বেআইনি বেটিং অ্যাপ কোটি কোটি টাকার বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে। পাশাপাশি বিশাল পরিমাণ করও এড়িয়ে গেছে। তদন্তকারীদের দাবি, প্রাথমিকভাবে তথ্য প্রযুক্তি আইন, বিদেশী মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-এর লঙ্ঘনের প্রমাণ মিলেছে।
আরও পড়ুনঃ ‘গোটা ওয়াকফ আইন স্থগিত রাখার কোন যুক্তি নেই’, সুপ্রিম কোর্টের নির্দেশে বড় স্বস্তি কেন্দ্রের
উল্লেখ্য, এই একই মামলায় অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও সমন পাঠানো হয়েছে। আগামীকাল, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ফলে অঙ্কুশ মিমি (Mimi Chakraborty) সহ বেটিং অ্যাপ মামলায় একের পর এক সেলিব্রিটির নাম উঠে আসায় টলিউড থেকে বলিউড পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে।