পুজোর মুখে খারাপ খবর! টানা এক সপ্তাহ বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন, রইল তালিকা

Published on:

Published on:

Train Cancellation for a week passengers to face problems during Puja season

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে আবারও দুঃসংবাদ। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাহত রেল পরিষেবা। এক সপ্তাহ ধরে বাতিল রয়েছে একাধিক ট্রেন। রেলের তরফ থেকে এই বিষয়ে সোমবার অর্থাৎ ১৫ থেকে আগামী রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডিভিশনের বিভিন্ন রুটের রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য একটি নির্দিষ্ট সময় অনুযায়ীর পর ট্রেন চলাচল নিয়ন্ত্রণে আনা হয়েছে। যার ফলে একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল (Train Cancellation) করা হয়েছে। এর ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

টানা এক সপ্তাহ ট্রেন বাতিল, পুজোর মরশুমে সমস্যায় পড়বেন যাত্রীরা (Train Cancellation)

পুজোর আগে এরকমভাবে ট্রেন বন্ধ রাখার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। তবে একনজরে দেখে নিন এই পাঁচ দিন কোন কোন ট্রেনে পরিষেবা বাতিল থাকবে।

১) ১৯ ও ২১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। এছাড়াও, ২১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।

Train Cancellation for a week passengers to face problems during Puja season

আরও পড়ুন: ভাপা-পাতুরি ছেড়ে এবার বানান নারকেলের দুধে ইলিশ, গরম ভাতের সঙ্গে পুজোর আনন্দ; রইল রেসিপি

২) পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের।  আগামী ১৬ সেপ্টেম্বর টাটানগর-বীরভূম সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

৩) এছাড়াও বন্ধ থাকছে, ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। পাশাপাশি ১৬ সেপ্টেম্বর টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেলস্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। টাটানগর-আসানসোল-বরাভূম সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

৪) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১৯/ ১৮০২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের।  এছাড়াও ১৬, ১৮, ১৯ ও ২১ সেপ্টেম্বর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। একসঙ্গে পথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের।

এছাড়াও, ১৫, ১৯ ও ২১ সেপ্টেম্বর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেলস্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে (Train Cancellation)। প্রসঙ্গত আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।