এশিয়া কাপে করমর্দন না করায় “অপমানিত” পাকিস্তান! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নিল এই পদক্ষেপ

Published on:

Published on:

Pakistan National Cricket Team took this step against India.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপে, টিম ইন্ডিয়া পাকিস্তানকে (Pakistan National Cricket Team) সহজেই পরাজিত করেছে। তবে, ওই ম্যাচটি আরও একটি কারণে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, গত রবিবারের ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাক অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। ম্যাচ শেষেও সেই রেশ বজায় থাকে। ভারতীয় দলের কোনও সদস্য পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি।এদিকে, ভারতীয় খেলোয়াড়দের এই সিদ্ধান্তে “অপমানিত” হয়ে পাকিস্তান ক্রিকেট টিম এই বিষয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বলেও জানা গিয়েছে।

কী পদক্ষেপ নিল পাকিস্তান (Pakistan National Cricket Team)?

পাকিস্তানি দলের ম্যানেজার অভিযোগ জানিয়েছেন ACC-র কাছে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan National Cricket Team) ম্যানেজার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। PTI-এর খবর অনুযায়ী, পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আখতার চিমা টিম ইন্ডিয়ার এহেন আচরণের বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে পাকিস্তানের পক্ষ উপস্থাপন করেছেন।

উল্লেখ্য যে, ওই ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে পাওয়া দুর্দান্ত জিত পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত নিরীহ মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। এদিকে, জানা গেছে যে, ভারতীয় দলকে তাদের শীর্ষ আধিকারিকরা কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যে, খেলোয়াড়রা যেন পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলান। দলের প্রত্যেক খেলোয়াড়ই ওই নির্দেশ অনুসরণ করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের আগে এই বিষয়ে আধ ঘন্টার একটি বৈঠকও সম্পন্ন হয়েছিল।

আরও পড়ুন: পাক খেলোয়াড়দের সঙ্গে কেন করেননি করমর্দন? রাখঢাক না রেখে আসল কারণ জানালেন সূর্যকুমার

করমর্দন না করা নিয়ে তোলপাড় পাকিস্তান: উল্লেখ্য যে, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররা ইতিমধ্যেই ভারতীয় খেলোয়াড়দের এহেন করমর্দন না করার ঘটনায় খুবই ক্ষুব্ধ। তাঁরা ভারতের মনোভাব নিয়ে খুশি নন। বাসিত আলী বলেছেন যে, এটি কেবল এশিয়া কাপ, ICC টুর্নামেন্টেও এই একই ঘটনা ঘটতে পারে। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে বাসিত আলীর সঙ্গে কামরান আকমলও ভারতের মনোভাবের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এটি ক্রিকেটের উন্নতির জন্য ভালো নয়।

আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি! ৯৯ শতাংশ জিনিসপত্রের ওপর কমেছে ট্যাক্স, GST-র প্রসঙ্গে কী জানালেন নির্মলা সীতারমণ?

রশিদ লতিফ প্রশ্ন তোলেন: এদিকে, পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার ভারতীয় দলের এই সিদ্ধান্তে সম্পর্কে বলেন যে, এর মাধ্যমে টিম ইন্ডিয়ায় তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। রশিদ লতিফ এই ইস্যুতে ICC-র দিকে তোপ দেগে বলেন তারা এখন কোথায়? উল্লেখ্য যে, করমর্দন না করার কারণে পাকিস্তানের হতাশা থেকে একটি বিষয় স্পষ্ট যে তারা উপযুক্ত জবাব পেয়েছে। যদিও পাকিস্তানের (Pakistan National Cricket Team) অধিনায়ক সালমান আগা হতাশার কারণে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন না। এমনকি পাকিস্তান দলের কোচ মাইক হেসনও বিষয়টির পরিপ্রেক্ষিতে হতাশা প্রকাশ করেছেন। কিন্তু, টিম ইন্ডিয়া যা করেছে তাতে তারা এটা প্রমাণ করেছে যে পহেলগাঁও-তে যে নৃশংস ঘটনা ঘটেছে তা ভুলে না গিয়ে বরং প্রতিবাদের ভাষাকেই বেছে নেওয়া হয়েছে।