বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শেষ পুজো। ইতিমধ্যে অনেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছে। আবার অনেকে কোথায় ঘুরতে যাবে তার প্ল্যান করে ফেলেছে। কারণ, পুজোর সময় ঘুরতে যেতে সকলের চায়। এবার আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন তাহলে যেতে পারেন ডুয়ার্স (Dooars)। এখানে আপনি অল্প খরচে ঘুরে আসতে পারবেন।
পুজোয় বেড়াতে চান? ডুয়ার্স ট্যুর প্যাকেজে মিলছে দারুণ ছাড় (Dooars)
পুজোর সময় যদি শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট জায়গা ডুয়ার্স (Dooars)। তবে বর্তমানে ডুয়ার্সের হোটেল, হোম স্টে একের পর এক হাত বদলে ধুঁকছে। যার ফলে ভাড়া বৃদ্ধি কমছে পর্যটকের সংখ্যা। কিন্তু এই অবস্থায় কেন্দ্রের নতুন জিএসটি নীতিতে আবার কিছুটা হলেও স্বস্তি ফিরছে ডুয়ার্সের হোটেলে।
আরও পড়ুন: পুজোর মুখে খারাপ খবর! টানা এক সপ্তাহ বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন, রইল তালিকা
এর ফলে জলদাপাড়া, গরু মারার মতন জনপ্রিয় পর্যটক কেন্দ্র গুলিতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে খরচ আগে থেকে অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি বাড়তে পারে পর্যটকদের সংখ্যা। ফলে লাভের আশা করছেন ব্যবসায়ীরা।
এই পুজোর মুখে কার্যকর হতে চলা নতুন জি এস টি কাঠামো অনুযায়ী, এবার থেকে প্রতি রাত ৭৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপরে মাত্র ৫% শতাংশ জিএসটি দেওয়া হবে। আগে যেখানে দেওয়া হতো ১২%। অর্থাৎ একই বাজেটে এবার ঘোড়াও যাবে আরও বেশি। আর যদি হোটেল ভাড়া ১০০০ টাকার নিচে হয় তাহলে আর নতুনভাবে কোন জি এইচ পি দিতে হবে না।
প্রসঙ্গত, ডুয়ার্সে হোমস্টে রয়েছে প্রায় ৫০টি। আর হোটেল রয়েছে ৩০টি’র মতো। এছাড়াও কালিম্পং জেলায় হোমস্টে রয়েছে ২০০ টি। তবে ডুয়ার্স অঞ্চলের রিসোর্ট মালিক ও পর্যটক ব্যবসায়ীরা নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই বিষয়ে ডুয়ার্সের হোটেল ব্যবসায়ী চিত্তরঞ্জন দে, কুণাল সরকারদের বক্তব্য এই পরিবর্তনের ফলে পর্যটকদের সংখ্যা তুলনা মূলক বাড়বে।