সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখে SSC-র পরীক্ষায় মা, অবাক করবে চাকরিহারা শিক্ষিকার কাহিনি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রবিবার সম্পন্ন হল এসএসসির (SSC Exam) একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। দুর্নীতির মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী, নতুন করে পরীক্ষার ব্যবস্থা করেছে স্কুল সার্ভিস কমিশন। আগের বার যাঁরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, এত বছর পর আবারও পরীক্ষা দিলেন তাঁরা। এই কয়েক বছর বদলেছে অনেক কিছুই। তাঁদের মধ্যে চাকরিহারা শিক্ষক ব্রতীশা ঘোষ। সদ্য ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। দুধের শিশুকে বাড়িতে রেখেই পরীক্ষা দিতে আসতে বাধ্য হয়েছেন তিনি।

মা হওয়ার পরেই এসএসসি পরীক্ষা (SSC Exam) দিতে এলেন চাকরিহারা

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ব্রতীশা জানান, গত ৮ তারিখ সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। সিজার হয়েছে। শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু এতটুকু বিশ্রাম নেওয়ার সময় পাননি। ডেলিভারির ধকল দূরে সরিয়ে রবিবার ফের ছুটে এসেছেন একাদশ-দ্বাদশের পরীক্ষা (SSC Exam) দিতে।

আরও পড়ুন : রইল বাকি ১! অবশেষে জেল থেকে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়? কী বলল কলকাতা হাইকোর্ট

আগেও বসেছেন পরীক্ষায়: ব্রতীশা জানান, আগের রবিবার নবম-দশমের পরীক্ষাতেও (SSC Exam) বসেছিলেন তিনি। তখন তিনি অন্তঃসত্ত্বা, ডেলিভারি হয়নি। পরীক্ষা দিয়েই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ৮ তারিখ সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। পুত্র সন্তান হয়েছে তাঁর।

আরও পড়ুন : ‘গোটা ওয়াকফ আইন স্থগিত রাখার কোন যুক্তি নেই’, সুপ্রিম কোর্টের নির্দেশে বড় স্বস্তি কেন্দ্রের

কী জানান প্রার্থী: কয়েকদিন হাসপাতালে থেকে শনিবার ছাড়া পান ব্রতীশা। কিন্তু বিশ্রাম হয়নি একটুও। সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখেই চলে এসেছেন পরীক্ষা দিতে। তবে তিনি জানান হাসপাতাল একেবারেই পড়াশোনার সুযোগ পাননি তিনি। পুরোটাই নিজের জানা থেকেই World’s।

Candidate came to ssc exam after giving birth

প্রসঙ্গত, সুপ্রিম নির্দেশ অনুপাতে চাকরিহারা যোগ্য প্রার্থীদের জন্য নতুন করে পরীক্ষার আয়োজনের নির্দেশ দিয়েছিল। সেইমতোই প্রথমে নবম দশম এবং তারপর একাদশ দ্বাদশের জন্য পরীক্ষার আয়োজন করে এসএসসি।