বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে UPI (Unified Payments Interface) ব্যবহারকারীর সংখ্যা। মূলত, এই প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক লেনদেন অত্যন্ত সহজ হয়ে উঠেছে। এমতাবস্থায়, UPI ব্যবহারকারীদের জন্য একটি বড় খবর এবার সামনে এসেছে। মূলত, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI পেমেন্ট সম্পর্কিত নিয়ম পরিবর্তন করেছে। যেটি অনুযায়ী আজ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকেই ব্যবহারকারীরা প্রতিদিন ১০ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। আগে এই লিমিট ছিল ২ লক্ষ টাকা পর্যন্ত। এদিকে, গহনা কেনার ক্ষেত্রেও লিমিট বাড়ানো হয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নিই UPI-র ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে কত লিমিট নির্ধারণ করা হয়েছে।
বদলে গেল UPI (Unified Payments Interface)-র নিয়ম:
উল্লেখ্য যে, UPI (Unified Payments Interface)-তে এই পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে। কারণ, এই সংস্কারগুলি সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেডিট কার্ড পেমেন্ট এবং গহনা কেনার সঙ্গে সম্পর্কিত। ক্যাটাগরি অনুসারে লিমিট বাড়ানো হয়েছে। তবে, মনে রাখতে হবে যে সব ধরণের পেমেন্টের লিমিট কিন্তু বাড়ানো হয়নি।
কোন ক্ষেত্রে লিমিট বৃদ্ধি করা হয়েছে: সরকার নির্দিষ্ট পার্সন-টু-মার্চেন্ট লেনদেনের জন্য UPI (Unified Payments Interface)-র মাধ্যমে অর্থ প্রদানের লিমিট বৃদ্ধি করেছে। তবে, পার্সন-টু-পার্সন অর্থ প্রদানের লিমিটে কোনও পরিবর্তন করেনি। অর্থাৎ, এটি আগের মতোই দৈনিক ১ লক্ষ টাকা থাকবে।
পার্সন-টু-মার্চেন্ট লেনদেন: পার্সন-টু-মার্চেন্ট ক্যাটাগরিতে কতটা লিমিট বৃদ্ধি হয়েছে তা জানার আগে এটা জেনে রাখা প্রয়োজন যে পার্সন-টু-মার্চেন্ট বিষয়টির মানে হল কোনও ব্যক্তির মাধ্যমে একজন ব্যবসায়ীকে অর্থ প্রদান করা। এর লিমিট আগে দৈনিক ২ লক্ষ টাকা ছিল। এখন তা বেড়ে ১০ লক্ষ টাকা হয়েছে। এছাড়াও, যখন একজন ব্যক্তি সরাসরি অন্য ব্যক্তির কাছে টাকা পাঠান, তখন তাকে পার্সন-টু- পার্সন বলা হয়। এক্ষেত্রে পূর্বের মতোই দৈনিক লিমিট ১ লক্ষ টাকা রয়েছে।
এই ক্যাটাগরির ক্ষেত্রে লিমিট বাড়ানো হয়েছে:
১. গহনা ক্রয়: UPI (Unified Payments Interface)-র অধীনে গহনা কেনার ক্ষেত্রে লিমিট বাড়ানো হয়েছে। এখন আপনি প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ লক্ষ টাকা এবং ২৪ ঘন্টার মধ্যে মোট ৬ লক্ষ টাকা পেমেন্ট করতে পারবেন। আগে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ছিল ১ লক্ষ টাকা।
আরও পড়ুন: এশিয়া কাপে করমর্দন না করায় “অপমানিত” পাকিস্তান! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নিল এই পদক্ষেপ
২. ট্রাভেল বুকিং: এবার ট্রাভেল বুকিংয়ের জন্য UPI-র মাধ্যমে একবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে। এদিকে, ২৪ ঘন্টার মধ্যে মোট ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এর সহজ অর্থ হল, আপনি যদি কোথাও বাইরে যান, সেক্ষেত্রে এখন থেকে UPI-র মাধ্যমে ফ্লাইট এবং ট্রেনের টিকিটের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে সক্ষম হবেন।
৩. লোন রিপেমেন্ট: লোন রিপেমেন্টের মতো লেনদেনের লিমিট ৫ লক্ষ টাকা করা হয়েছে এবং আপনি ২৪ ঘন্টার মধ্যে ১০ লক্ষ টাকা পরিশোধ করতে পারবেন।
৪. ক্যাপিটাল মার্কেট: ক্যাপিটাল মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মতো ক্যাপিটাল মার্কেট বিনিয়োগের ক্ষেত্রে, আপনি একবারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন এবং ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ প্রদান করতে পারবেন।
আরও পড়ুন: পাক খেলোয়াড়দের সঙ্গে কেন করেননি করমর্দন? রাখঢাক না রেখে আসল কারণ জানালেন সূর্যকুমার
৫. ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান: সরকার ক্রেডিট কার্ডের বিল পরিশোধের লিমিট প্রতি লেনদেনে ৫ লক্ষ টাকা এবং ২৪ ঘন্টার জন্য ৬ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। আগে প্রতি লেনদেনের লিমিট ছিল ২ লক্ষ টাকা।
৬. বিমা: বিমা প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে প্রতি UPI (Unified Payments Interface)-র মাধ্যমে লেনদেনে লিমিট হবে ৫ লক্ষ টাকা এবং ২৪ ঘন্টার মধ্যে মোট ১০ লক্ষ টাকা লেনদেন করা যাবে। আগে এই লেনদেনের লিমিট ছিল ২ লক্ষ টাকা।
৭. ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং: এই অ্যাকাউন্টগুলিতে প্রাথমিক ফান্ড জমা করার জন্য প্রতি লেনদেনের লিমিট ৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।