‘বিহারে বাতিল হতে পারে SIR’, ভোটার তালিকা সংশোধনে অনিয়ম নিয়ে হুশিয়ারি সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court warns on Bihar voter list revision process

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের সরগরম দেশের রাজনীতি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR শেষ করতে হবে, বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশনের প্রক্রিয়ায় কোনও অনিয়ম ধরা পড়লে বিহারে সম্পূর্ণ SIR বাতিল হয়ে যেতে পারে।

সোমবার মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চ বলেন, ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন প্যানেল, একটি সাংবিধানিক কর্তৃপক্ষ হওয়ায়, SIR পরিচালনার ক্ষেত্রে আইন এবং বাধ্যতামূলক নিয়ম অনুসরণ করেছে। তবে বেঞ্চ এও জানিয়ে দেয়, আলাদা আলাদা ঘটনায় মন্তব্য করবে না আদালত, বরং যে রায় দেওয়া হবে তা সারা দেশের জন্যই প্রযোজ্য হবে।

এর আগে বুধবার দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে কমিশন জানিয়েছিল, “কোনও যোগ্য ব্যক্তির নাম যেন ভোটার তালিকা থেকে না বাদ যায়, এবং কোনও অযোগ্যর নাম যেন তালিকায় না থাকে।” পাশাপাশি আধার নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিশেষ চিঠি পাঠিয়েছে কমিশন। সেখানে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে।

পরিচয় প্রমাণের নথি হিসাবে আধার গ্রহণ করতেই হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)

সোমবারই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দেয়, বিহারের বিশেষ সংশোধনে পরিচয় প্রমাণের নথি হিসাবে আধার গ্রহণ করতেই হবে। বিচারপতিরা এও বলেন যে, জমা দেওয়া আধারের বৈধতা পরীক্ষা করতে পারে নির্বাচন কমিশন। তবে এই সিদ্ধান্তকে ঘিরে উঠেছে রাজনৈতিক সুর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা কখনোই সম্ভব নয় যে, শুধুমাত্র বিজেপিকে সন্তুষ্ট করতে ভোটের আগে ২-৩ মাসের মধ্যে SIR করে দেব। এটা সময়সাপেক্ষ বিষয়। কম করে ২-৩ বছর লাগে।”

সূত্রের খবর, কমিশন রাজ্যগুলির মতামত জানতে চাইলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, আধার কার্ডের পাশাপাশি রেশন কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। ফলে একদিকে কেন্দ্র ও কমিশনের চাপ, অন্যদিকে রাজ্যের পাল্টা দাবি— ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন।

Supreme Court warns on Bihar voter list revision process

আরও পড়ুনঃ ফাঁসির সাজা থেকে মুক্তি, ৭ বছর পর তন্ত্রসাধনায় নরবলি মামলায় অভিযুক্তদের বেকসুর করল হাইকোর্ট

ভোটের আগে সময়সীমার মধ্যে SIR সম্পন্ন করা নিয়ে স্পষ্ট নির্দেশ দিলেও, বাস্তবে কাজ কতদূর এগোয় তা নিয়ে সংশয় থাকছেই। একদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া বার্তা, অন্যদিকে রাজ্য সরকারের আপত্তি, সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি।