বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা দিন, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো উপলক্ষে ইতিমধ্যে পার্লারে পার্লারে ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষ ত্বকের সঙ্গে সঙ্গে চুলের পরিচর্যা করতে ভিড় জমাচ্ছে পার্লারে। কিন্তু পার্লারে ওই অতিরিক্ত কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট ব্যবহার করে সাময়িকভাবে আপনি উজ্জ্বল চুল পেলেও পরে চুলের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ঘরোয়া এমন একটি উপকরণ রয়েছে যা দিয়ে আপনি পার্লারের মতন উজ্জ্বল চুল পেতে পারেন (Hair Care)।
চুল হবে মজবুত, আমলকিতে মেশান ৫ উপাদান (Hair Care)
হাতে মাত্র আর ১২ দিন বাকি। ইতিমধ্যে সকলে দূর্গা পুজার কেনাকাটা শুরু করে দিয়েছে। পাশাপাশি সারা বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছে যাতে কেশ চর্চা (Hair Care) করা যায়। কারণ বাজারে এখন কেশ চর্চার জন্য নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট বেরিয়েছে। এমনকি চুলের জেল্লা ফেরাতে, রুক্ষ চুল রেশমের মতন করতে নানান ধরনের ট্রিটমেন্ট বেছে নিচ্ছেন তারকা থেকে সাধারণ মানুষ। তবে এই ধরনের ট্রিটমেন্ট গুলি একদিকে যেমন ব্যয়বহুল। অপরদিকে অতিরিক্ত কেমিক্যাল ও হিট দেওয়ার ফলে চুলের ১২ টা বেজে যায়। কিন্তু আপনারা জানেন কি ঘরোয়া উপায়ে পার্লারের মতন চুলের জেল্লা এনে দিতে পারে আমলকি। কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন (Hair Care)।
আরও পড়ুন: পুজোয় ভ্রমণপিপাসুদের জন্য চমক, ডুয়ার্স ট্যুর প্যাকেজ এবার আরও সস্তা
আমলকির রসে কী কী উপকরন মেশালে আপনার চুল ঘন ও লম্বা হবে?
১) মেথি দানা: চুলের যত্ন নিতে আমলকি সঙ্গে ব্যবহার করতে পারেন মেথির দানা। কারণ এই দুটি চুল পড়া কমাতে সাহায্য করে। এর পাশাপাশি খুশকির সমস্যা থাকলে সেই সমস্যার থেকেও আপনি রক্ষা পাবেন।
২) অ্যালোভেরা জেল: আমলকি একদিকে যেমন চুলের খেয়াল রাখে। অপরদিকে চুলে যত্ন নিতে সাহায্য করে অ্যালোভেরা। চুলের আদ্রতা ও স্কাল্পের সমস্যা দূর করতে সাহায্য করে অ্যালাভেরা।
৩) পেঁয়াজের রস: আমলকি চুলের সমস্যা দূর করতে সাহায্য করে। আর পেঁয়াজ চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। আপনার যদি অতিরিক্ত পাতলা চুল হয়ে থাকে ও মুখোমুখো চুল ওঠার মতন সমস্যা হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন আমলকি রসের সঙ্গে পেঁয়াজের রস। এতে আপনার চুল পড়া প্রতিরোধ হবে পাশাপাশি স্কাল্পে রক্ত সঞ্চালনা বাড়বে (Hair Care)।