বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত (India) ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শুরু হবে। মার্কিন চিফ নেগোশিয়েটর ব্রেন্ডন লিঞ্চ এবং তাঁর দল সোমবার রাতে ভারতে অবতরণ করবেন। এমতাবস্থায় , ভারত-মার্কিন BTA নিয়ে আলোচনা আগামীকাল সারা দিন চলবে। মঙ্গলবার আমেরিকার প্রধান আলোচকের ভারতের প্রধান আলোচক এবং বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে আলোচনা করার কথা রয়েছে। উল্লেখ্য যে, গত ২৫ অগাস্ট ২০২৫ সালের চুক্তি স্থগিত হওয়ার পর এই বৈঠক সম্পন্ন হতে চলেছে।
ভারত (India) ও আমেরিকার মধ্যে হতে চলেছে বিশেষ আলোচনা:
মিন্ট-এর এক রিপোর্ট অনুসারে, ভারত (India)-মার্কিন বাণিজ্যের বিষয়ে ভবিষ্যৎ কৌশল এই মাসেই নির্ধারিত হবে। ভারতের বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল সোমবার বলেছেন যে, উভয় দেশই বাণিজ্য ইস্যুতে “ইতিবাচক মেজাজে” রয়েছে। সোমবার বার্থওয়াল বলেন, “আরও কিছু বিষয় রয়েছে যা সরাসরি বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত নয় এবং আমি সেগুলি নিয়ে কথা বলতে চাই না। কূটনৈতিক স্তরেও সেগুলি উত্থাপন করা হবে।”
ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি: জানিয়ে রাখি যে, ভারত (India) এবং আমেরিকা ২০২৫ সালের মার্চ মাস থেকে একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি (BTA) নিয়ে আলোচনা করছে। অর্থাৎ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গত ২ এপ্রিল, ২০২৫ তারিখে রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করার আগেই এই বিষয় আলোচনা চলছে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে বড় খবর! বদলে গেল UPI-র নিয়ম, দৈনিক ১০ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে পেমেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত (India) থেকে আমদানি করা সমস্ত পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই ৫০ শতাংশের কারেন্ট ট্যারিফ রেটস ২ টি পর্যায়ে কার্যকর করা হয়েছিল। যার প্রথম পর্যায়ে, ভারত থেকে আসা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। যেটি ১ অগাস্ট, ২০২৫ থেকে কার্যকর হয়। দ্বিতীয়টি হল ২৫ শতাংশ শুল্ক। যেটি গত ৬ অগাস্ট, ২০২৫ তারিখের একটি এক্সিকিউটিভ অর্ডারের অধীনে প্রয়োগ করা হয়। যেটি গত ২৭ অগাস্ট, ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়।
আরও পড়ুন: এশিয়া কাপে করমর্দন না করায় “অপমানিত” পাকিস্তান! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নিল এই পদক্ষেপ
এদিকে, প্রাথমিক লক্ষ্য ছিল ২০২৫ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ সম্পন্ন করা। এমতাবস্থায়, উভয় দেশ এখন একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন যে, ভারত (India) এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত পজিটিভ এবং ফরোয়ার্ড লুকিং কম্প্রেহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে।