বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, কাছের সফর হোক কিংবা দূরের কোনও গন্তব্য প্রতিটি ক্ষেত্রে সফরের জন্য রেলপথের জুড়ি মেলা ভার। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষে গ্রহণ করে রেল। এই আবহেই অনলাইন রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়মে আসতে চলেছে পরিবর্তন।
ট্রেনের (Indian Railways) টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ১ অক্টোবর, ২০২৫ থেকে, যেকোনও ট্রেনের (Indian Railways) অনলাইন বুকিং খোলার পর প্রথম ১৫ মিনিটের মধ্যে, শুধুমাত্র আধার-ভেরিফায়েড ব্যবহারকারীরা IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে জেনারেল রিজার্ভেশন বুক করতে পারবেন। জানিয়ে রাখি যে, বর্তমানে এই নিয়ম শুধুমাত্র তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এদিকে, জেনারেল টিকিটের বুকিং প্রতিদিন মধ্যরাত ১২ টা বেজে ২০ মিনিটে শুরু হয় এবং রাত ১১ টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত চলে। ভ্রমণের তারিখের ৬০ দিন আগে থেকে জেনারেল রিজার্ভড টিকিটের অ্যাডভান্স বুকিং শুরু হয়।
নতুন নিয়মটি ঠিক কী: ধরুন, আপনাকে ১৫ নভেম্বরের জন্য নয়াদিল্লি থেকে বারাণসীগামী শিবগঙ্গা এক্সপ্রেসে (Indian Railways) টিকিট বুক করতে হবে। এর জন্য ১৬ সেপ্টেম্বর রাত ১২ টা বেজে ২০ মিনিটে অনলাইন টিকিট বুকিং উইন্ডো খুলবে। এবার ১২ টা বেজে ২০ মিনিট থেকে ১২ টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত, শুধুমাত্র সেই ব্যবহারকারীরা এই ট্রেনে টিকিট বুক করতে পারবেন যাঁদের IRCTC অ্যাকাউন্ট আধার ভেরিফায়েড। যদি আপনার অ্যাকাউন্ট আধার ভেরিফায়েড না হয়, সেক্ষেত্রে উইন্ডো খোলার পর আপনি ১২ টা বেজে ২০ মিনিট থেকে ১২ টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না।
আরও পড়ুন: শুল্কযুদ্ধের পর অবশেষে হবে বাণিজ্যচুক্তি? ভারত-আমেরিকার মধ্যে মঙ্গলবার বিশেষ আলোচনা
উৎসব এবং বিয়ের মরশুমে জেনারেল টিকিটের জন্য ভিড় থাকে: সাধারণত উৎসবের মরশুম থেকে শুরু করে দীপাবলি, ছট পূজা, হোলি এবং বিয়ের মরশুমে ২ মাস আগে বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই টিকিট বুক করার জন্য যাত্রীদের ভিড় দেখা যায়। এই ভিড় তৎকাল বুকিংয়ের মতোই জেনারেল বুকিংয়ের (Indian Railways) ক্ষেত্রেও পরিক্ষিত হয়।
আরও পড়ুন: উৎসবের মরশুমে বড় খবর! বদলে গেল UPI-র নিয়ম, দৈনিক ১০ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে পেমেন্ট
জুলাই মাসে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছিল: জানিয়ে রাখি যে, ভারতীয় রেল (Indian Railways) চলতি বছরের জুলাই মাসে অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার অথেন্টিফিকেশন বাধ্যতামূলক করেছিল। এই নিয়ম অনুসারে, IRCTC-র মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে অনলাইনে তৎকাল টিকিট বুক করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট আধার ভেরিফায়েড হওয়া আবশ্যক। অর্থাৎ, সোজা কথায়, যদি আপনার অ্যাকাউন্ট আধার ভেরিফায়েড না হয়, তাহলে আপনি অনলাইনে তৎকাল টিকিট বুক করতে পারবেন না।