বাংলাহান্ট ডেস্ক : বলিউডে ফের সদস্য বৃদ্ধির গুঞ্জন। দীর্ঘ জল্পনা কল্পনার অবশেষে নাকি ‘সুখবর’ দিতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিয়ের ৪ বছর পর এবার নাকি তৃতীয় সদস্য আসতে চলেছে তাঁদের সংসারে, বলিউডের অন্দরে এমনই গুঞ্জনে ছয়লাপ। মাস দুয়েক আগের একটি ভিডিও এবং সম্প্রতি ভিকির পরিবারের এক ঘনিষ্ঠ জনের মন্তব্যে জল্পনার আগুনে ঘি পড়েছে।
মা হতে চলেছেন ক্যাটরিনা (Katrina Kaif)?
গত জুলাই মাসে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন ভিকি ক্যাটরিনা। সাদা ঢিলেঢালা পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। মুখ ছিল মাস্কে ঢাকা। আলিবাগে বোটে ওঠার সময় স্ত্রীকে আগলে আগলে রাখতে দেখা গিয়েছিল ভিকিকে। তখনই গুঞ্জন শোনা গিয়েছিল, মা হতে চলেছেন ক্যাটরিনা (Katrina Kaif)। এবার মুখ খুললেন ভিকির পরিবারের এক ঘনিষ্ঠ জন।
কবে আসছে প্রথম সন্তান: সূত্রের খবর, আর দেড় মাস পরেই নাকি দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। ভিকির পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি বছরেই অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুর দিকে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী (Katrina Kaif)। অবশ্য ভিকি ক্যাটরিনা এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
আরও পড়ুন : পুজোর আগে জোড়া ধামাকা, বাংলার এই জেলাকে নতুন রাজধানী এক্সপ্রেস উপহার রেলের! কবে থেকে শুরু পরিষেবা?
চরম গোপনীয়তা তারকা দম্পতির: আবার অনেকে বলছেন, ভিকি ক্যাটরিনার (Katrina Kaif) বিয়ের কথাই বা কতজনে জানতেন আগে থেকে? সংবাদ মাধ্যমে বিষয়টি চাউর হয়ে গিয়েছিল ঠিকই, তবে শেষ মুহূর্ত পর্যন্ত গোপনীয়তা বজায় রেখেছিলেন দুজনে। সন্তান জন্মের ব্যাপারটাও তাই খুব যত্ন সহকারে আড়াল করে রেখেছেন তাঁরা।
আরও পড়ুন : টলিউডে ইডির নজর, মিমির পর ফের অঙ্কুশকে হাজিরার সমন তদন্তকারী সংস্থার
উপরন্তু আগের মতো আর সর্বসমক্ষে বেরোতেও দেখা যায় না ক্যাটরিনাকে। ছবিও করেন বেছেবুছে। আগের থেকে অনেকটাই বদলে গিয়েছেন তিনি। গত এক বছরে ক্যাটরিনার তেমনভাবে দেখা না মেলাতেই সন্দেহ আরও জোরালো হয়েছে আমজনতার।