ফের বড় সিদ্ধান্ত! এশিয়া কাপ জিতলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া: রিপোর্ট

Published on:

Published on:

What are India's plans if they reach the final of Asia Cup 2025?

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে টিম ইন্ডিয়ার খেলোয়াড়ের করমর্দন না করার বিষয়টি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ঠিক এই আবহেই প্রশ্ন উঠছে যে, যদি টিম ইন্ডিয়া আবার এশিয়া কাপ জিততে পারে, তাহলে কী তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না?

সরগরম এশিয়া কাপ (Asia Cup 2025):

উল্লেখ্য যে, PCB প্রধানের পাশাপাশি মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচে (Asia Cup 2025) ট্রফি উপস্থাপনের দায়িত্বে থাকবেন তিনি। এদিকে, টিম ইন্ডিয়া এশিয়া কাপের ফাইনালে ওঠার সবচেয়ে বড় দাবিদার। প্রথম ২ টি ম্যাচে যেভাবে তারা সংযুক্ত আরব আমিরশাহী এবং পাকিস্তানকে পরাজিত করেছে, তাতে সহজেই অনুমান করা হচ্ছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে।

What are India's plans if they reach the final of Asia Cup 2025?

এখন প্রশ্ন হল টিম ইন্ডিয়া কী ফাইনাল (Asia Cup 2025) জিতলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না এবং যদি ট্রফি নেয়ও, তাহলে কী সেখানেও করমর্দন না করার ঘটনার পুনরাবৃত্তি হবে? নাকি টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছলে, মহসিন নকভি ট্রফি দেওয়ার দায়িত্বে থাকবেন না তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন, ১ অক্টোবর থেকেই কার্যকর

মিলছে বড় আপডেট: এদিকে, খবর মিলছে যে, আগামী ২৮ সেপ্টেম্বর যদি ভারত টুর্নামেন্টের (Asia Cup 2025) ফাইনালে পৌঁছয়, তাহলে খেলোয়াড়রা নকভির সঙ্গে মঞ্চ ভাগ করবেন না। এর অর্থ হল টিম ইন্ডিয়া মহসিন নকভির হাত থেকে ট্রফি নাও নিতে পারে। প্রসঙ্গত, করমর্দন বিতর্কের পর পাকিস্তান দল খুবই ক্ষুব্ধ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, PCB ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছে এবং এই ঘটনার জন্য তাঁকে দায়ী করা হচ্ছে।

আরও পড়ুন: শুল্কযুদ্ধের পর অবশেষে হবে বাণিজ্যচুক্তি? ভারত-আমেরিকার মধ্যে মঙ্গলবার বিশেষ আলোচনা

PCB প্রধান মহসিন নকভি “এক্স”-এ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “PCB ICC-র কাছে ম্যাচ রেফারির আচরণবিধি এবং ক্রিকেটের চেতনা সম্পর্কিত MCC-র আইন লঙ্ঘনের বিষয়ে অভিযোগ দায়ের করেছে।” এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে PCB। তাদের দাবি, ম্যাচ রেফারিই ২ অধিনায়ককে করমর্দন করতে নিষেধ করেছিলেন।