বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে মলদ্বীপের (Maldives) সাথে ভারতের (India) সম্পর্ক প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) “ভারতবিরোধী” এবং “চিনপন্থী” হিসেবেও পরিচিত। তিনি ক্ষমতায় আসার পর থেকেই তাঁর বিভিন্ন পদক্ষেপ এবং মন্তব্য রীতিমতো বিতর্কের উদ্রেক করেছে। ইতিমধ্যেই তিনি চিন সফরও সেরে এসেছেন। তবে, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সেই সময় থেকে স্পষ্ট হয় যখন মলদ্বীপের কয়েকজন মন্ত্রী সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
এমনকি, সামগ্রিক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে, বিষয়টি প্রকাশ্যে আসার পর নেটমাধ্যম থেকে শুরু করে দেশের সর্বত্রই “বয়কট মলদ্বীপ” ডাক উঠতে শুরু করে। ঠিক ওই আবহেই ভারতকে সেনা সরানোর জন্য সময় বেঁধে দেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট মুইজ্জু। যা বিতর্ককে সামগ্রিকভাবে আরও উস্কে দিয়েছিল। তবে, এবার মু্ইজ্জুর বিরুদ্ধে সরব হলেন তাঁরই দেশের প্রাক্তন মন্ত্রী। তিনি দাবি করেছেন যে, ভারতীয় সেনাদের নিয়ে “মিথ্যে” কথা বলেছেন প্রেসিডেন্ট মহম্মদ মু্ইজ্জু। এছাড়াও, মুইজ্জুর বক্তব্য তুলে ধরে তাঁর বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি ওই প্রাক্তন মন্ত্রী তুলে ধরলেন “আসল সত্য”-ও।
100 days in, it's clear: President Muizzu's claims of 'thousands of Indian military personnel' were just another in a string of lies. The current administration's inability to provide specific numbers speaks volumes. There are no armed foreign soldiers stationed in the country.… pic.twitter.com/7q9baIJ6X6
— Abdulla Shahid (@abdulla_shahid) February 25, 2024
উল্লেখ্য যে, মলদ্বীপের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট এবং প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন। তিনি সেখানে স্পষ্ট জানিয়েছেন যে, মলদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে মুইজ্জু যা দাবি করেছিলেন, তা সত্যি নয়। আবদুল্লা জানান, ‘‘১০০ দিন পেরিয়ে গেল। এখন এটুকু পরিষ্কার হয়ে গেছে যে, প্রেসিডেন্ট মুইজ্জু ‘হাজার হাজার ভারতীয় সেনা’-র বিষয়ে যে দাবি করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যে। এটি তাঁর অন্য একাধিক মিথ্যের তালিকায় আরও এক নতুন সংযোজন। সঠিক পরিসংখ্যান দিতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। এই মুহূর্তে কোনো বিদেশি সশস্ত্র সেনা দেশে নেই।’’
আরও পড়ুন: স্ত্রীর সাথে ঝগড়া করে বাজারে গিয়েই খুলল ভাগ্য! ৩০ টাকার লটারি কিনে কোটিপতি হলেন নাপিত
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের ১৭ নভেম্বর মুইজ্জু মলদ্বীপের ক্ষমতায় আসেন। এমতাবস্থায়, মলদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর পরিসংখ্যানের বিষয়টি তাঁর নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার ছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রচারের সময়ে মুইজ্জু দাবি করেছিলেন যে, তাঁদের দেশে হাজার হাজার ভারতীয় সেনা রয়েছে।
আরও পড়ুন: রেললাইনে পড়ে আছে ট্রাক! লাইন বরাবর দৌড়ে দাঁড় করালেন ট্রেন, বৃদ্ধ দম্পতির তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
যদিও, পরিসংখ্যান বলছে অন্য কথা। তথ্য অনুযায়ী, বর্তমানে মলদ্বীপে ৭০ জন ভারতীয় সেনা রয়েছেন। এদিকে, মলদ্বীপে ক্ষমতায় আসার পরেই মুইজ্জু ভারতকে সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। এমনকি, পরে তিনি সেনা প্রত্যাহারের জন্য ভারতকে সময়ও বেঁধে দেন। এমতাবস্থায়, নয়াদিল্লিকে ১০ মে-র মধ্যে সেনা সরিয়ে নিতে বলেন তিনি। তবে, পরবর্তী সময়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, মলদ্বীপ থেকে সেনা সরিয়ে সেখানে সমসংখ্যক প্রযুক্তিবিদকে পাঠানো হবে।