বাংলা হান্ট ডেস্ক : মোদী সরকারের আমলে দেশের পরিকাঠামো ব্যবস্থার সার্বিক উন্নয়ন চোখে পড়ার মত। ট্রেন পরিষেবা থেকে শুরু করে বিমান, মেট্রো, সড়কপথ সবকিছু নিয়েই কাজ চলছে বিদ্যুৎ গতিতে। আর এবার সেই তালিকায় বিষ্ণুপুর (Bishnupur) স্টেশন। দিনকয়েক আগেই খবর মিলেছিল, জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে গড়ে উঠবে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন (Bishnupur Railway Station)। এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) জানিয়েছিলেন, বিষ্ণুপুর স্টেশনকে মডেল করার ক্ষেত্রে মোট ৪১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আর এবার সেই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে গড়ে উঠবে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন।
সূত্রের খবর, মোট ৪১ হাজার কোটি টাকার রেল প্রকল্প উপহার ও অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ৫৫৪ টি রেল স্টেশনের পুনরুন্নয়ন এবং ১৫০০ টি রোড ওভারব্রিজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা বাঁকুড়া। পর্যটন মানচিত্রে এই জেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
আর এই গুরুত্ব অনেকটাই বাড়িয়েছে মল্লগড় বিষ্ণুপুর। আর সেই বিষ্ণুপুর স্টেশনকেই নতুন রুপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনিও বাঁকুড়ার প্রতি বঞ্চনার অভিযোগ নিয়ে বহুবার সোচ্চার হয়েছে রাঢ়বাংলার মানুষজন। এমন পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রের এই প্রকল্প বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : ৩ বছরে আয় ২ হাজার কোটি…! মাদক পাচারের মাস্টারমাইন্ড টলিপাড়ার নামজাদা চলচ্চিত্র প্রযোজক
এইদিন ফেসবুক লাইভ করে সৌমিত্র খাঁ বলেন, ‘আমার স্বপ্ন স্বার্থক হলো। আজ পর্যন্ত বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর লোকসভায় রাজা বীর হাম্বীর নামে কোন ফলক পড়েনি। ভারতবর্ষের আদরনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আশীর্বাদে ও সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জির সহযোগিতায় আমার হাত ধরে বিষ্ণুপুর রেলওয়ে ওভার ব্রিজের নতুন নামকরণ করা হলো মহারাজা ‘ বীর হাম্বিরের ‘ নামে।’