পহেলগাঁও হামলার রেশে সন্দেহের ঘেরাটোপে হুগলির পাক মহিলা, আদালতে খারিজ হল জামিন

Published on:

Published on:

Calcutta High Court Rejects Bail Plea of Pakistan Citizen in Hooghly

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও জঙ্গি হামলার পরপরই হুগলির চন্দননগর থেকে গ্রেপ্তার হন এক পাকিস্তানি নাগরিক, নাম ফতেমা বিবি। ৬০ বছরের ওই মহিলার জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়।

কিভাবে ভারতে আসেন ফতেমা?

চন্দননগরের কুঠির মাঠ এলাকায় প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন ফতেমা বিবি। তাঁর স্বামী-সন্তান, এমনকী নাতি-নাতনিরাও এদেশেই রয়েছেন। আদালতে ফতেমার আইনজীবী জানান, ফতেমার জন্ম ভারতেই। ৩ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে পাকিস্তানের রাওয়ালপিন্ডি যান তিনি। পরে ১৯৮০ সালে পর্যটন ভিসায় বাবার সঙ্গে ভারতে আবার ফিরে আসেন। তখন তাঁর বয়স ছিল ১৫। তারপর থেকে তিনি এখানেই আছে। ফিরে আসার দু’বছর পর চন্দননগরের বেকারি ব্যবসায়ী মুজফ্ফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় ফাতেমার।

ফতেমার একাধিক আবেদন খারিজ করেছে হাই কোর্ট (Calcutta High Court)

তবে পুলিশের নথি অনুযায়ী, ভারতে ভিসায় আসার এক বছর পরই নিখোঁজ বলে উল্লেখ রয়েছে ফতেমার নাম। আইনজীবীর দাবি, “দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ফতেমা। কিন্তু সেই আবেদন এখনও নিষ্পত্তি হয়নি।” এর পাশাপাশি শারীরিক অবস্থার অবনতির কারণে অন্তত হাউস অ্যারেস্টে রাখার আর্জিও জানানো হয়। কিন্তু আদালত (Calcutta High Court) সেই আবেদনও খারিজ করে দিয়েছে।

বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন দ্রুত ফতেমার নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করতে। পাশাপাশি জেলেই তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)। তবে পহেলগাম হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে বাংলায় গ্রেপ্তার হওয়া এক পাকিস্তানি নাগরিকের নাগরিকত্ব পাওয়া সহজ হবে না বলে মনে করছেন আইনি মহল।

আরও পড়ুনঃ SC শংসাপত্রের নতুন নিয়মের ঘোষণা মমতার, ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’র অভিযোগ তুললেন শুভেন্দু

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার পর থেকেই কড়া অবস্থান নিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে সীমান্ত বন্ধ, ভিসা বাতিল এবং সিন্ধু জলচুক্তি রদ, সবই সেই কড়া বার্তার অংশ। পাকিস্তান মদতের অভিযোগ অস্বীকার করলেও ভারতীয় গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন। এই আবহে ফতেমা বিবি আদালতে (Calcutta High Court) নিজের বক্তব্য প্রমাণ করতে না পারলে, আজীবন তাঁকে জেলেই থাকতে হতে পারে বলে জানান হয়েছে।