সুপ্রিম কোর্টে DA মামলায় চূড়ান্ত রায়দান কবে? সম্ভাব্য দিনক্ষণ নিয়ে বড় আপডেট সামনে এল

Published on:

Published on:

dearness allowance(40)

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ আইনি লড়াই। সম্প্রতি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি (Dearness Allowance)। চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস “Heard and Reserved”। অর্থাৎ মামলাটির শুনানি সম্পন্ন হয়েছে এবং রায় সংরক্ষিত রাখা হয়েছে। সরকারি কর্মীদের মনে এখন একটাই প্রশ্ন, ডিএ মামলার রায়দান কবে হবে? এই সংক্রান্ত বিষয়েই এবার বড় আপডেট সামনে আসবে।

ডিএ মামলার চূড়ান্ত রায় নভেম্বরে? Dearness Allowance

বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন দুই বিচারপতির বেঞ্চ। কারও কোনও বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আদালত দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ ২২শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে লিখিত আকারে তাঁদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দিয়েছে।

তার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৯শে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে। তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত। তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে। প্রথমে মনে করা হচ্ছিল অক্টোবর মাসে ডিএ মামলার রায়দান হবে।

তবে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর, দুর্গাপুজো এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করা হচ্ছে। ডিএ মামলার চূড়ান্ত রায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্ট তরফে কোনও আপডেট মেলেনি।

dearness allowance(39)

আরও পড়ুন: আজ ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, আর কতদিন চলবে এই দুর্যোগ? জানাল আবহাওয়া দপ্তর

ডিএ মামলায় প্রথম থেকেই রাজ্যের যুক্তি ছিল, ডিএ বাধ্যতামূলক নয়। এটা সরকারি কর্মীদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এদিকে পাল্টা মামলাকারী যুক্তি ছিল, নির্দিষ্ট সময়মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে। বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ মিটিয়ে দেওয়া হোক। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়ার প্রস্তাব দেন তারা। রাজ্য সরকারি কর্মীদের আশা চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে। সর্বোচ্চ আদালত আংশিক ভাগ নয়, সম্পূর্ণ ১০০ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে বলে আশাবাদী তারা। এবার সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেটাই দেখার।