বাড়িতে ডেকে পাশবিক যৌন নির্যাতন, লোহার রড দিয়ে পিটিয়ে ২৩ জায়গায় স্টেপল! শিউরে ওঠার মতো ঘটনা কেরলে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এক কথায়, পাশবিক। কেরলের (Kerala) ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন সকলে। বাড়িতে ডেকে এনে দুই পুরুষের উপরে অকথ্য যৌন নির্যাতন চালানোর অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। জোর করে সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা, যৌনাঙ্গ সহ সারা বাড়িতে স্টেপল করে দেওয়া, গোলমরিচের গুঁড়ো ছেটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দম্পতিকে (Kerala)।

ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনায় কেরলে (Kerala) গ্রেফতার দম্পতি

জানা যাচ্ছে, অভিযুক্ত দম্পতি জয়েশ এবং রেশমি কোইপুরমের (Kerala) কাছে চরালকুন্নুর বাসিন্দা। ওনাম উৎসব উদযাপন করা হবে বলে ফাঁদ পেতে ওই দুজনকে বাড়িতে ডাকা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে, নীলামপেরুরের (Kerala) বাসিন্দা এক ১৯ বছরের কিশোরকে বাড়িতে ডেকে এনে তাঁর উপরে পাশবিক নির্যাতন চালায় ওই দম্পতি।

Kerala couple arrested for allegedly assaulting two people

বাড়িতে ডেকে চলে অত্যাচার: অভিযোগ, রেশমির সঙ্গে জোরজবরদস্তি সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা হয় তাঁকে। রেশমির স্বামী জয়েশ পুরো বিষয়টি রেকর্ড করে রাখেন। ওই কিশোরকে হাত পা বেঁধে লোহার রড দিয়ে, সাইকেলের চেন দিয়ে মারার অভিযোগ উঠেছে। ছুরি দিয়ে ভয় দেখানো হয় তাঁকে। এমনকি যৌনাঙ্গে গোলমরিচ ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে! উপরন্তু ওই কিশোরের থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে অটোরিকশা স্ট্যান্ডে ফেলে আসা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : পুজোর আগে জোড়া ধামাকা, বাংলার এই জেলাকে নতুন রাজধানী এক্সপ্রেস উপহার রেলের! কবে থেকে শুরু পরিষেবা?

ছিনিয়ে নেওয়া হয় মোবাইল: দম্পতির দ্বিতীয় শিকার জয়েশেরই এক প্রাক্তন সহকর্মী। তাঁকেও একই ভাবে মিথ্যে বলে বাড়িতে (Kerala) ডেকে আনা হয়। তাঁকেও মারধোর করার, যৌনাঙ্গ সহ শরীরের ২৩ টি জায়গায় স্টেপল করে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। শেষে তাঁর কাছ থেকেও ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন এবং টাকা।

আরও পড়ুন : বিয়ের ৫ বছর পর অবশেষে ‘সুখবর’, ৪০ পেরিয়ে সন্তান জন্ম দিতে চলেছেন ক্যাটরিনা! ফাঁস ডেলিভারি ডেট

এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশের অনুমান, এর নেপথ্যে কালো জাদু, তন্ত্রসাধনার মতো বিষয় জড়িয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।