বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে সোনার বাজারে হলুদ ধাতু্ (Gold price) ও রুপোর (Silver Price) দাম লাগাতার ওঠানামা করছে। এমনটি বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লাখের গণ্ডিতে। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণের মাথায়। পাশাপাশি চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। দেখে নিন আজকের সোনার দাম।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সোনার দাম কত জানুন? (Gold Price)
বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। এক নজরে জেনে নেওয়া যাক সোনার দাম (Gold Price)।
আরও পড়ুন: মনের চাপ কাটাতে নিয়মিত করুন ৩ আসন, শরীরও থাকবে সতেজ
মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৪৮৫ টাকা (-১৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৪৮৫০ টাকা (-১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৩০ টাকা (-১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৩০০টাকা (-১৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৯৮০টাকা (-১০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৯৮০০টাকা (-১০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৮৬০(-২০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৮৬০০(-২০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৮৫ টাকা (-২০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৮৫০০টাকা (-২০০)।
বিশেষজ্ঞরা মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে উৎসবের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে।