চিকিৎসার জন্য ভারতে এসে এখানেই জাঁকিয়ে বসেছিলেন, ৩৮ জন অবৈধ বাংলাদেশিদের তালিকা গেল নির্বাচন কমিশনে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে অবৈধ এবং ভুয়ো ভোটার উচ্ছেদ করতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। প্রচুর বাংলাদেশি নাগরিক, যারা অবৈধ ভাবে ভারতীয় নথিপত্র জোগাড় করে এদেশে বসবাস করছেন, এমনও অনেক নাম গিয়েছে কমিশনের (Election Commission) কাছে। এবার নতুন করে আরও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের তালিকা দিয়ে কমিশনের কাছে চিঠি পাঠাল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।

অবৈধ বাংলাদেশিদের তালিকা গেল নির্বাচন কমিশনের (Election Commission) কাছে

ভারতীয় নথি থাকা বাংলাদেশের নাগরিকদের তালিকা আগে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের (Election Commission) কাছে। এবার এই তালিকায় আরও নাম যোগ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এই নাগরিকদের কাছে বাংলাদেশের পাসপোর্ট ছাড়াও রয়েছে ভারতীয় নথিও।

New 38 bangladeshi names submitted to election commission

নতুন নাম যুক্ত তালিকায়: তালিকায় নতুন করে বেশ কিছু নাম যুক্ত হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকে আসা সীমা রানি মুন্সি এবং তাঁর স্বামী মহাদেব চন্দ্র মুন্সি। ভারতে তাঁরা এসেছিলেন চিকিৎসার জন্য। তারপর এখানেই রয়ে গিয়েছেন বলে অভিযোগ। তদন্তে আরও উঠে এসেছে, দম্পতির দুই মেয়ে বহুদিন ধরেই অবৈধ ভাবে জোগাড় করা ভারতীয় নথি নিয়ে এদেশে রয়ে গিয়েছেন।

আরও পড়ুন : পুজোর আগে জোড়া ধামাকা, বাংলার এই জেলাকে নতুন রাজধানী এক্সপ্রেস উপহার রেলের! কবে থেকে শুরু পরিষেবা?

অবৈধ ভাবে জোগাড় ভারতীয় নথি: ইমিগ্রেশনের সময় ধরা পড়া ঝর্না ভট্টাচার্য ওরফে ঝর্নারানি দেবীর কাছেও বাংলাদেশের পাসপোর্ট ছাড়াও পাওয়া গিয়েছে ভারতীয় পাসপোর্ট, ভোটার, আধার এবং প্যান কার্ড। ইমিগ্রেশনেই ধরা পড়েছেন সমীর মণ্ডল নামে আরও এক বাংলাদেশি নাগরিক (Election Commission)। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে এসে বিদ্যুৎ, এলপিজি গ্যাস কানেকশন নেওয়া থেকে নিজের এবং পরিবারের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে ফেলেছেন তিনি।

আরও পড়ুন : বাড়িতে ডেকে পাশবিক যৌন নির্যাতন, লোহার রড দিয়ে পিটিয়ে ২৩ জায়গায় স্টেপল! শিউরে ওঠার মতো ঘটনা কেরলে

জানা যাচ্ছে, অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এমন ৩৮ জনের তালিকা বানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এই নতুন নামগুলি যুক্ত করে তাদের বাতিল করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।